For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Elections 2022: পাওয়ার-মমতাকে নিয়েই যোগীর বিরুদ্ধে অখিলেশ! ২৪ এর ট্রেলার উত্তরপ্রদেশে?

খেলা দেখাচ্ছে উত্তরপ্রদেশ! ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই সে রাজ্যে ক্রমশ বদলাচ্ছে রাজনৈতিক ছবিটা। আর তাতেই কার্যত উদ্বেগ বাড়ছে যোগী সরকারের! অনেকে বলছেন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোট সবার কাছেই খুব গুরুত্

  • |
Google Oneindia Bengali News

খেলা দেখাচ্ছে উত্তরপ্রদেশ! ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই সে রাজ্যে ক্রমশ বদলাচ্ছে রাজনৈতিক ছবিটা। আর তাতেই কার্যত উদ্বেগ বাড়ছে যোগী সরকারের! অনেকে বলছেন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোট সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপির কাছে তো বটেই।

আর সেদিকে তাকিয়েই নাকি রামরাজ্যের ভোট এখন যেন ২৪ এর ট্রেলার, বলছেন রাজনৈতিক কারবারিরা। বিজেপির বিরুদ্ধে সে মহাজোটের পথে সে রাজ্যে? সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই।

বিজেপির উদ্বেগ বাড়াচ্ছেন অখিলেশ!

বিজেপির উদ্বেগ বাড়াচ্ছেন অখিলেশ!

গত ২৪ ঘন্টায় রীতিমত দুর্দোন্ডপ্রতাপ যোগী আদিত্যনাথের ঘুম কেড়ে নিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব! মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ। আর এরপরেই মৌর্যের অখিলেশের সঙ্গে ছবি। আর তা সামনে আসার পর থেকে বিজেপিতে বিদ্রোহ। প্রচার না, এখন দলে বিদ্রোহ সামাল দেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ সে রাজ্যের বিজেপির কাছে। আর এই সুযোগে উত্তরপ্রদেশ নির্বাচনে এনসিপি এবং তৃণমূলের সঙ্গেও জোট অখিলেশের।

ভোটে লড়াই কথা বলেন এনসিপি প্রধান

ভোটে লড়াই কথা বলেন এনসিপি প্রধান

গত ২৪ ঘন্টা আগেই উত্তরপ্রদেশ নির্বাচনে লড়াইয়ের কথা বলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে জোট করার কথাও বলেন তিনি। আর এরপরেই এনসিপি নেতা কে কে শর্মার সঙ্গে বৈঠক অখিলেশের। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতা ললিতেস পতি ত্রিপাঠির সঙ্গেও বৈঠক হয় তাঁর। ২০২২ উত্তরপ্রদেশে পরিবর্তনের লক্ষ্যে দুই দলের সঙ্গে জোট সপা নেতার। যা অবশ্যই বিজেপির কাছে চাপ বলে মনে করছেন।

একটি করে আসন ছাড়ার সিদ্ধান্ত

একটি করে আসন ছাড়ার সিদ্ধান্ত

সপা নেতা শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে একটি করে আসন ছাড়ার সিদ্ধান্ত। এনসিপি নেতা কে কে শর্মা বুলন্দশহরে অনুপশাহর আসন থেকে লড়াইয়ের নামার কথা বলা হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা ললিতেস পতি ত্রিপাঠী লড়বেন Mirzapur এর Madihan বিধানসভা আসন থেকে। ২০২২ এ গোয়াতে বিশেষ নজর তৃণমূলের। কিন্তু জোট হওয়াতে এবার বাংলার বাইরে আরও একটি আসনে লড়াইয়ের ময়দানে মমতার দল।

বিজেপিকে উতখাতের ডাক অভিষেকের

বিজেপিকে উতখাতের ডাক অভিষেকের

সমস্ত বিজেপি শাসিত রাজ্যে লড়াই করবে তৃণমূল। আর সেখান থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই ত্রিপুরা, গোয়া সহ একাধিক রাজ্যে নিজেদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কাজ করছে ঘাসফুল। উত্তরপ্রদেশেও ইতিমধ্যে তৃণমূল তাঁদের অফিস খুলেছে। একেবারে তৃণমূলস্তরে কাজও শুরু করেছে। আর সেখানে দাঁড়িয়ে ভোট কাঁটাকাটিতে যেতে নারাজ অখিলেশ। আর তাই যোগীর চাপ বাড়াতে মহাজোটের পথেই এগোচ্ছেন তিনি।

English summary
UP Elections 2022: SP makes alliance with TMC and NCP, TMC fighting in one seat in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X