For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP election result 2022: গেরুয়া ঝড় বইতে শুরু করেছে উত্তর প্রদেশে, ২০২৪-র নতুন অক্সিজেন পেল বিজেপি

UP election result 2022: গেরুয়া ঝড় বইতে শুরু করেছে উত্তর প্রদেশে, ২০২৪-র নতুন অক্সিজেন পেল বিজেপি

Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষা সত্যি হতে চলেছে উত্তর প্রদেশে। সকাল থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে হু হু করে উত্তর প্রদেশের একাধিক আসনে এগিয়ে চলেছে বিজেপি। ফের গেরুয়া ঝড় বইতে চলেছে উত্তর প্রদেশের বিভিন্ন কেন্দ্রে। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রায় উৎসব। ২০২৪-র আগে উত্তর প্রদেশের এই ফলাফল বিজেপি শিবিরে নতুন করে অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে।

গেরুয়া ঝড় বইতে শুরু করেছে উত্তর প্রদেশে

গেরুয়া ঝড় বইতে শুরু করেছে উত্তর প্রদেশে

সব জল্পনার অবসান ঘটাল বিজেপি। উত্তর প্রদেশে নিজেদের জয়ের ধারা অব্যহত রেখেই এগোচ্ছে গেরুয়া শিবির। যোগীর জনপ্রিয়তায় যে ভাঁটা পড়েনি তার ইঙ্গিত মিলেছে সকাল থেকেই। একের পর এক কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। সকাল ১১-র পর থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে উত্তর প্রদেশে তাতে ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২৬৪টি কেন্দ্রে। জোট সহ সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১২৪টি কেন্দ্রে। বিজেপির একাধিক হেভিওয়েট নেতা এগিয়ে রয়েছেন। তবে কেশব প্রসাদ মৌর্য হঠাৎ করে পিছিয়ে পড়েছেন। উন্নাওয়ের মত বিতর্কিত জায়গাতেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

কংগ্রেসকে টেক্কা দিচ্ছে মায়াবতীর দল

কংগ্রেসকে টেক্কা দিচ্ছে মায়াবতীর দল

'লেড়কি হুঁ লড় সাকতি হুঁ', স্লোগান তুলে মহিলা ভোটারদের টার্গেট করে ময়দানে নেমেছিল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে উন্নাও থেকে লখিমপুর খেরি সব দিক দিয়েই সুর চড়িয়েছিল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী মুখ করেছিল তারা। কিন্তু তার পরেও আশা দেখালেন না উত্তর প্রদেশের মানুষ। যাকে বলে একেবারেই ধুয়ে মুখে সাফ হওয়ার জোগার হয়েছে হাত শিবিরের। এখনও পর্যন্ত ৩টি আসনে এগিয়ে। রায়বরেলির মত কেন্দ্রেও জিতছে বিজেপি। এই কেন্দ্রটিকে কংগ্রেসের গড় বলা হয়ে থাকে। সেই কেন্দ্রে বিজেপির এগিয়ে যাওয়া সত্যিই ভাবিয়ে তুলেছে কংগ্রেস শিবিরকে। অন্যদিকে সমাজবাদী পার্টি ধীরে ধীরে অনেকটাই এগিয়ে গিয়েছে।

ফের কি সংখ্যা গরিষ্ঠতার পাবে বিজেপি

ফের কি সংখ্যা গরিষ্ঠতার পাবে বিজেপি

সকাল থেকে ভোটের যে ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করেছে তাতে ফের একক সংখ্যা গরিষ্ঠতা হয়তো পেয়ে যাবে বিজেপি। যোগীর জনপ্রিয়তা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন তাঁদের মুখ বন্ধ করতে পেরেছে বিজেপি। ২০২৪-র লোকসভা ভোটের আগে উত্তর প্রদেশের এই ফলাফল নতুন করে অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে রীতিমত উৎসবের মেজাজ। বাকি রাজ্যের মধ্যে গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডেও বিজেপির উপরেই আস্থা রেখেছে মানুষ। গণনার ট্রেন্ড তো সেদিকেই ইঙ্গিত করছে।

পাঞ্জাব হাতছাড়া

পাঞ্জাব হাতছাড়া

পাঞ্জাবে অবশ্য দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। ফলাফল যেদিকে এগোচ্ছে তাতে কংগ্রেসও পাঞ্জাবে সরকার গড়তে পারবে না। আপ ইতিমধ্যেই ৯০টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ পাঞ্জাবের মানুষ এবার আম আদমি পার্টিকেই সমর্থন করেছে তা স্পষ্ট হতে শুরু করেছে সকাল থেকেই। চান্নি থেকে নভজ্যোত সিং সিধু সকলেই হারছেন পাঞ্জাবের বিভিন্ন কেন্দ্রে। প্রথম থেকেই আপ শক্তি বাড়িয়েছিল পাঞ্জাবে। যদিও গত নির্বাচনে পাঞ্জাবে একেবারেই ভাল ফল করতে পারেনি কেজরিওয়ালের দল।

তিন দশক পরে কংগ্রেসের 'রেকর্ড’ ভাঙল বিজেপি, উত্তরপ্রদেশে টানা দু’বার যোগী সরকারতিন দশক পরে কংগ্রেসের 'রেকর্ড’ ভাঙল বিজেপি, উত্তরপ্রদেশে টানা দু’বার যোগী সরকার

English summary
UP election result 2022: BJP leading in Uttar Pradesh assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X