For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: দাগী অপরাধীদের মাঠে নামিয়েছেন অখিলেশ! 'খেলা ঘোরাতে' এসপির পদক্ষেপকে নিশানা যোগীর

এবার সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন উত্তর প্রদেশের (uttar pradesh election 2022) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেছেন এসপির সুপ্রিমো অখিলেশ যাদব

  • |
Google Oneindia Bengali News

এবার সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন উত্তর প্রদেশের (uttar pradesh election 2022) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেছেন এসপির সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) পশ্চিম উত্তর প্রদেশকে সাম্প্রদায়িক আগুনের মধ্যে ঠেলে দিচ্ছেন। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টির বিরুদ্ধে দাগী অপরাধীদের প্রার্থী করা নিয়ে তীব্র আক্রমণ করেছেন।

মাফিয়াদের উৎসাহ দিচ্ছে সমাজবাদী পার্টি

মাফিয়াদের উৎসাহ দিচ্ছে সমাজবাদী পার্টি

২০১২-২০১৭-তে রাজ্য শাসন করা সমাজবাদী পার্টি ফের নৈরাজ্যকে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর অভিযোগ আরএলডির সঙ্গে হাত মিলিয়ে তারা রাজ্যকে গুণ্ডা, মাফিয়া ও নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাইছে।
সমাজবাদী পার্টি ও আরএলডি জোটের প্রথম প্রার্থী তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, দুটি দলের চরিত্রই এই তালিকা থেকে প্রকাশ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছেন, সমাজবাদী পার্টি ফের একবার অপরাধী ও দাঙ্গাকারীদের টিকিট দিয়েছে।

অপরাধের সঙ্গে যুক্ত একাধিক প্রার্থীর নাম উল্লেখ

অপরাধের সঙ্গে যুক্ত একাধিক প্রার্থীর নাম উল্লেখ

যোযী আদিত্যনাথ একাধিক প্রার্থীর নাম উল্লেখ করেছেন, যাঁদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে। তিনি মদন ভাইয়ার নাম উল্লেখ করেছেন। যাঁকে লোনী বিধানসভা থেকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। ওই ব্যক্তি মাফিয়ার তালিকায় রয়েছেন বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন, ১৯৮২ সাল থেকে ২০২১ সালের মধ্যে তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে ৩১ টি মামলা হয়েছে। যদিও সেই সব বিষয় ভুলে গিয়েছেন অখিলেশ যাদব এবং জয়ন্ত চৌধুরী।
মুজফফরনগর আসন থেকে সমাজবাদী পার্টি প্রার্থী করেছে নাসিদ হাসানকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে সামলি এবং সাহারানপুর জেলায় মোট ১৭ টি মামলা রয়েছে।
একইভাবে বুলন্দসহর থেকে এসপি-আরএলডি জোটের প্রার্থী হাজি ইউনুসের বিরুদ্ধে ২৩ টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সামাজিক ন্যায়ে নজর বিজেপির

সামাজিক ন্যায়ে নজর বিজেপির

বিরোধী জোটের প্রার্থী তালিকার সঙ্গে নিজের দলের প্রার্থী তালিকার তুলনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, বিজেপির প্রথম প্রার্থী তালিকা সামাজিক ন্যায়বিচারের প্রতীত। প্রসঙ্গত বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ৬০ শতাংশই ওবিসি প্রার্থীরা জায়গা করে নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তর প্রদেশের সাধারণ মানুষ সমাজবাদী পার্টির প্রার্থী তালিকা দেখেছেন। সেখানে দাঙ্গাকারী আর অপরাধীদের সংখ্যাই বেশি।
প্রসঙ্গত শনিবার বিজেপি প্রথম দুই দফার ভোটের মধ্যে ১০৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

৭ দফায় ভোট উত্তর প্রদেশে

৭ দফায় ভোট উত্তর প্রদেশে

৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভার ভোট হতে চলেছে ৭ দফায়। যার শুরু ৭ ফেব্রুয়ারি আর শেষ ৭ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। বিভিন্ন জনমত সমীক্ষায় উত্তর প্রদেশে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তবে সমাজবাদী পার্টি যে গেরুয়া শিবিরকে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ জানাতে পারে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে সেইসব সমীক্ষায়।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা! ১০ হাজার কম টেস্টে কমল অ্যাকটিভ রোগীর সংখ্যাকরোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা! ১০ হাজার কম টেস্টে কমল অ্যাকটিভ রোগীর সংখ্যা

English summary
Yogi Adityanath targets Akhilesh Yadav on fielding candidates involve in various cases in UP Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X