For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: ভোটের লড়াইয়ে বিজেপিকে অনুসরণ! 'হিন্দু তাস' এসপি-আরএলডির

UP Election 2022: ভোটের লড়াইয়ে বিজেপিকে অনুসরণ! 'হিন্দু তাস' এসপি-আরএলডির

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের নির্বাচনে (uttar pradesh election 2022) বিজেপির (bjp) তথা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দাবি, তাঁরাই জয়ী হবেন। কিন্তু কোনও কোনও জনমত সমীক্ষায় বিজেপির সঙ্গে এসপির (samajwadi party) তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত করা হয়েছে। তবে জনমত সমীক্ষার জন্যও বসে নেই উত্তর প্রদেশের বিরোধী জোট। তাঁরা বিজেপিকে পর্যুদস্ত করতে, তাদেরকেই অনুসরণ করতে শুরু করেছে। প্রার্থী তালিকা থেকে তা পরিষ্কার।

 মুজফফরনগরে কোনও মুসলিম প্রার্থী দেয়নি এসপি-আরএলডি

মুজফফরনগরে কোনও মুসলিম প্রার্থী দেয়নি এসপি-আরএলডি

পশ্চিম উত্তর প্রদেশের মুজফফরনগর। সেখানকার ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটিতেও এবার কোনও মুসলিম প্রার্থী দেয়নি এসপি-আরএলডি জোট। এবার তারা বিজেপির অস্ত্রেই তাদেরকে বধের পরিকল্পনা করেছে। তবে এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু নেতারা খানিক হতবাক। ভোট বিশ্লেশকরা বলছেন, এই পরিস্থিতিতে কিছু আসনে বিরোধী জোটের কোনও লাভ হওয়া দূরে থাক, ধাক্কা খেতে পারে তারা।
বিজেপিও এই ছটি আসনে কোনও মুসলিম প্রার্থী দেয়নি। তবে কংগ্রেস দুটি আসনে এবং বিএসপি তিনটি আসনে মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে। এর মধ্যে কংগ্রেস এ বিএসপি অভয়েই চারথাওয়াল এবং মীরাপুর আসন থেকে মুসলিম প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

সিদ্ধান্ত নিয়ে জোটেই গুঞ্জন

সিদ্ধান্ত নিয়ে জোটেই গুঞ্জন

তবে এই সিদ্ধান্ত নিয়ে জোটেই গুঞ্জন শুরু হয়েছে। বিএসপির প্রাক্তন বিধায়ক মুরসালিন রানা সম্প্রতি আরএলডিতে যোগ দিয়েছিলেন এবম তিনি চারথাওয়াল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তিনি বলেছেন, আরএলডির তরফে মুজফফরনদরে মুসলিম প্রার্থী দেওয়ার ইচ্ছা থাকলেও, বড় শরিক তার বিরোধিতা করে। সেই কারণে এবার মুজফফরনগর থেকে এসপি-আরএলডির কোনও মুলিম প্রার্থী থাকছে না বলে জানিয়েছেন তিনি। তবে এই নেতা বলছেন, মুসলিম প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের জেরে ভুগতে হতে পারে বিরোধী জোটকে। বিএসপি প্রার্থী সব থেকে বেশি মুসলিম ভোট পেয়ে যেতে পারেন বলে মনে করছেন ওই নেতা।

 এসপি-আরএলডি-র সাফাই

এসপি-আরএলডি-র সাফাই

মুজফফরনগরের এসপি এবং আরএলডি জোটের নেতারা মনে করছেন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী করলেই, তা ফল ভোগ করবে বিজেপি। ভোট ভাগ হয়ে ফলাফল যাবে বিজেপির ঘরে। তবে মুসলিম প্রার্থী না দেওয়ার জেরে তাদের পক্ষ থেকে মুসলিম ভোট সরে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিরোধী জোটের নেতারা।

২০১৭-র পরিস্থিতি

২০১৭-র পরিস্থিতি

মুজফফর নগরের জনসংখ্যা প্রায় ২৫ লক্ষের মতো। এর মধ্যে প্রায় ৪২ শতাংশ মুসলিম। ২০১৭ সালে বিজেপি এখানকার সবকটি আসনেই জয়ী হয়েছিল। তাদের সব প্রার্থীই ছিল হিন্দু। অন্যদিকে বিএসপি সেই সময় তিনজন মুসলিম এবং এসপির তরফে একজন মুসলিম প্রার্থী দেওয়া হয়েছিল, এই আসনগুলিরতে।

English summary
SP-RLD alliance has not given any muslim candidate in Muzaffarnagar to follow BJP in UP Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X