For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: দলিত ও পিছিয়ে পড়াদের অবহেলায় অভিযুক্ত যোগী প্রশাসন! তিনদিনে বিজেপি ছাড়লেন সপ্তম বিধায়ক

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (uttar pradesh election 2022) যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে বিজেপির (BJP) ওপরে। এদিন আরও এক বিজেপি বিধায়ক দলীয় সদস্যপদে ইস্তফা দিয়েছেন। শিকোহাবাদের( Shikohabad) বিধায়ক মুকেশ বর্মা (Muk

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (uttar pradesh election 2022) যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে বিজেপির (BJP) ওপরে। এদিন আরও এক বিজেপি বিধায়ক দলীয় সদস্যপদে ইস্তফা দিয়েছেন। শিকোহাবাদের( Shikohabad) বিধায়ক মুকেশ বর্মা (Mukesh Verma) যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, এই সরকার দলিত (Dalit) ও পিছিয়ে পড়াদের অবহেলা করেছে।

উত্তর প্রদেশে বিজেপি ছাড়লেন আরও এক বিধায়ক

উত্তর প্রদেশে বিজেপি ছাড়লেন আরও এক বিধায়ক

উত্তর প্রদেশে বিজেপি ছাড়লেন আরও এক বিধায়ক। এদিন ফিরোজাবাজের শিকোহাবাদের বিধায়ক মুকেশ বর্মা দল ছাড়ার কথা জানিয়েছেন। তিনি দুদিন আগে ক্যাবিনেটমন্ত্রীর পদ ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া স্বামীপ্রসাদ মৌর্যকে নেতা মেনেছেন। সিদ্ধান্তই নিন না কেন, তাঁর (স্বামী) পাশে থাকবেন বলে জানিয়েছেন মুকেশ বর্মা। আগামী দিনে আরও অনেক নেতা তাদের সঙ্গে যোগ দেবেন বলেও জানিয়েছেন দলত্যাগী ওই নেতা।

দলিত ও পিছিয়ে পড়াদের অবহেলা

দলিত ও পিছিয়ে পড়াদের অবহেলা

বিজেপিতে দলিতে ও পিছিয়ে পড়াদের অবহেলার অভিযোগ করেছেন দলত্যাগী ওই নেতা। তিনি বলেছেন, গত ৫ বছরে উত্তর প্রদেশের বিজেপি সরকার দলিত, পিছিয়ে পড়া, সংখ্যালঘু প্রতিনিধিদের কোনও গুরুত্ব দেয়নি। পাশাপাশি সমাজের এই বর্গের মানুষদেরও অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই কারণে তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন।

বিজেপি নিজেদের উন্নয়ন করেছে

বিজেপি নিজেদের উন্নয়ন করেছে

বিজেপি বিআর আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি কেবলমাত্রা তাদের স্বার্থের কথাই চিন্তা করে বলেও অভিযোগ করেছেন তিনি। বিজেপি নিজেদের উন্নয়ন করেছে। গত ৭০ বছরে বিজেপির যত পার্টি অফিস ছিল, তুলনায় গত ৫ বছরে বেশ সংখ্যায় দলীয় অফিস তৈরি করেছে। এখন প্রতিটি জেলায় বিজেপির দুটি করে অফিস রয়েছে। কিন্তু সেখানে গরিবরাই অবহেলিত বলে অভিযোগ করেছেন ওই নেতা।

তিন দিনে সাত বিধায়কের ইস্তফা

তিন দিনে সাত বিধায়কের ইস্তফা

  • গত তিন দিনে যেসব নেতা ও মন্ত্রী বিজেপি ছেড়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল স্বামীপ্রসাদ মৌর্য। একদিকে তিনি যেমন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, অন্যদিকে তিনি ওবিসি নেতা।
  • বুধবার বিজেপি ছেড়েছেন বিধায়ক অবতার সিং ভাণ্ডারা। তিনি সমাজবাদী পার্টির সঙ্গী রাষ্ট্রীয় লোকদলে যোগ দিয়েছেন।
  • এছাড়াও তিন বিজেপি বিধায়ক, তিন্দারির ব্রজেশ প্রজাপতি, তিলহারের রোশনলাল বর্মা এবং বিলহাউরের ভগবতী সাগর দলের সদস্যপদে ইস্তফা দিয়েছেন।
  • মঙ্গলবার বিধুনার বিধায়ক বিনয় কুমার শাক্যও দলীয় সদস্যপদে ইস্তফা দিয়েছেন।
  • তবে এই পরিস্থিতি দলবদলের স্রোত একমুখি নয়। দুই বিধায়ক, কংগ্রেসের নরেশ সাইনি এবং সমাজবাদী পার্টির হরিওম যাদব বিজেপিতে যোগ দিয়েছেন।

Weather Update: বৃষ্টি কমলেও জাঁকিয়ে শীতের পথে ফের বাধা পশ্চিমী ঝঞ্ঝা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাসWeather Update: বৃষ্টি কমলেও জাঁকিয়ে শীতের পথে ফের বাধা পশ্চিমী ঝঞ্ঝা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

English summary
Mukesh Verma, BJP MLA from Shikohabad (Firozabad), resigns from primary membership of the party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X