For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: উত্তর প্রদেশ নির্বাচনে বিজেপির ম্যাসকট মোদীই, বিশেষ ভূমিকায় অমিত শাহ

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (uttar pradesh election 2022) বিজেপিকে (BJP) সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি ভার্চুয়ালি দলের কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে কেন্দ্রীয় সরক

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (uttar pradesh election 2022) বিজেপিকে (BJP) সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি ভার্চুয়ালি দলের কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে কেন্দ্রীয় সরকারের অপর স্তম্ভ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সামনে থেকে এই নির্বাচনে এখনও পর্যন্ত খুব একটা সক্রিয় দেখা না গেলেও বিশেষ ভূমিকা পালন করছেন তিনি।

প্রধান কৌশলবিদ অমিত শাহ

প্রধান কৌশলবিদ অমিত শাহ

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে দলের প্রধান কৌশলবিদ অমিত শাহই। উত্তর প্রদেশের শেষ বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০১৭-র নির্বাচনেও একই ভূমিকায় ছিলেন তিনি। সেই সময় অবশ্য তিনি দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন। সেই নির্বাচনে বিজেপি ৪০৩ টি আসনের মধ্যে ৩০০টির বেশি আসন দখল করেছিল। যদিও অমিত শাহের কৌশল কাজে লাগেনি বাংলায়। ইসবার ২০০ পার স্লোগান দেওয়া বিজেপি পর্যুদস্ত হয়েছিল তৃণমূলের কাছে।
অমিত শাহকে দলের শীর্ষ নেতৃত্বের তরফে ফের একবার নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এক্ষেত্রে সামনে থেকে মোদী নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেও নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব থাকছে অমিত শাহের হাতেই। সেখানে মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের কোনও জায়গাই নেই।

পিছন থেকে নিয়ন্ত্রণ অমিত শাহের

পিছন থেকে নিয়ন্ত্রণ অমিত শাহের

এবারের নির্বাচনেও অমিত শাহ পিছন থেকে প্রচারের যাবতীয় বিষয় দেখছেন। যেমনটি তিনি আগেরবার করেছিলেন। দলের অফিসে বসে শেষ মুহূর্তের পরিকল্পনা তিনিই সাজিয়ে দিচ্ছেন বলেই সূত্রের খবর। তিনিই এবারের প্রার্থী তালিকা চূড়ান্ত করার দায়িত্বে। এছাড়াও সঙ্গীদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও তিনি দেখছেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি পরবর্তী সময়ে একের পর এক সভায় ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন। অমিত শাহের এই পদক্ষেপ অবশ্য মোদীর রাজনৈতিক উত্তরসূরি হওয়ার দৌড়ে অমিত শাহকে অনেকটাই এগিয়ে দিয়েছে, অন্যদিকে যোগী আদিত্যনাথকে অনেকটাই পিছিয়ে দিয়েছে।

একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপে বিজেপি

একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপে বিজেপি

গত কয়েকদিনে রাজ্যের তিন মন্ত্রী এবং বেশ কয়েকজন বিধায়ক বিজেপি ছেড়ে প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছে। পদত্যাগীরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁরা বলেছেন, ওবিসি এবং দলিতদের কোনও মর্যাদা দেওয়া হয়নি মন্ত্রিসভায়। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে বেশ চাপেই রয়েছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। গতমাস পর্যন্ত যেখানে উত্তর প্রদেশে বিজেপির জয় অনেকেই সহজ বলে বর্ণনা করেছিলেন, এই পদত্যাগের জেরে তা অনেকটাই কঠিন হয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সেই পরিস্থিতিতে উত্তর প্রদেশ নির্বাচনে বিজেপির মাসকট মোদীই। আর যদি বিজেপি উত্তর প্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারে তাহলে তার কৃতিত্ব পাবেন মোদী-শাহই, অন্য কেউ নয়। তবে উল্লেখ করা প্রয়োজন ২০১৭-তে উত্তর প্রদেশে বিজেপির জয়ের কারিগর অমিত শাহ হলেও, সেই নেতার পরিচালনাতেও বিজেপি ২০১৫-তে দিল্লি ও বিহারে এবং ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে পরাজিত হয়েছিল। যদিও পরে মধ্যপ্রদেশে ক্ষমতা পায় বিজেপি।

এই নির্বাচনেই ২০২৪-এর ভোটের প্রস্তুতি

এই নির্বাচনেই ২০২৪-এর ভোটের প্রস্তুতি

উত্তর প্রদেশের এই নির্বাচন মিটলেই কার্যত ২০২৪-এর সাধারণ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই কারণে এই নির্বাচন জুড়েই রয়েছেন প্রধানমন্ত্রী আর যেকোনও সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশ বড় ভূমিকা নেয়, সেখানকার আসন সংখ্যার কারণে। তিনি শুধু বারাণসীতেই যাননি, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় সভাও করে ফেলেছেন, তা নির্বাচন ঘোষণার আগেই হোক কিংবা পরে হোক।

Weather Update: বাড়ল তাপমাত্রা, সপ্তাহ শেষে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আপডেটWeather Update: বাড়ল তাপমাত্রা, সপ্তাহ শেষে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আপডেট

English summary
Modi is the Mascot, Amit Shah is th Election Winning Machine of BJP in UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X