For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ইভিএম কেলেঙ্কারি'র ভিডিও সামনে আসার পরেই অতিরিক্ত জেলাশাসককের বিরুদ্ধে ব্যবস্থা কমিশনের

ভোট গণনার আগেই উত্তেজনা উত্তরপ্রদেশে! ইভিএম কেলেঙ্কারির অভিযোগে সরব সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবের। মঙ্গলবার সন্ধ্যায় বারাণসীতে ইভিএম মেশিন ভর্তি একটি ট্রাক ধরা পড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আর এই ঘটনায় ইতিমধ্যে এক

  • |
Google Oneindia Bengali News

ভোট গণনার আগেই উত্তেজনা উত্তরপ্রদেশে! ইভিএম কেলেঙ্কারির অভিযোগে সরব সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবের। মঙ্গলবার সন্ধ্যায় বারাণসীতে ইভিএম মেশিন ভর্তি একটি ট্রাক ধরা পড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। আর এই ঘটনায় ইতিমধ্যে এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

অতিরিক্ত জেলাশাসককের বিরুদ্ধে ব্যবস্থা কমিশনের

শুধু তাই নয়, বারাণসীর অতিরিক্ত জেলাশাসক এন কে সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

কাজে গাফিলতি এবং ট্রেনিং ইভিএম পরিবহণের ক্ষেত্রে কমিশনের যে নিয়ম রয়েছে তা অগ্রাহ্য করার জন্যে ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা বলে জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয় পুলিশ আধিকারিকও এই বিষয়ে গাফিলতি ছিল তা মেনে নিয়েছে। ফলত এই ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে।

যদিও সেদিকে প্রশ্ন উঠতেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল কমিশনের তরফে। যা কার্যত নজিরবিহীন বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

অন্যদিকে অভিযুক্ত আধিকারিকের উচ্চপদস্থ কর্তারা এই প্রসঙ্গে জানিয়েছেন, সকালেই ওই ইভিএমগুলি সরানোর কথা ছিল। কিন্তু কাউকে কিছু না জানিয়েই ইভিএমগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে মেনে নিয়েছেন জেলা শাসক কুশল রাজ শর্মা। যদিও তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। যদিও এই ঘটনায় উত্তরপ্রদেশের ভোট গণনার আগে নয়া চাপ বাড়িয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোট চুরির বিষয়ে সরব হন অখিলেশ যাদব। বলেন, রাতের অন্ধকারে ইভিএম চুরির চেষ্টা চলছে। শুধু তাই নয়, বারাণসীর কাছে ইভিএম ভর্তি ট্রাক ধরা পড়েছে বলেও দাবি করেন। যদিও দুটি ট্রাক পালিয়ে যায় বলে দাবি করেন সপা প্রধান।

তিনি আরও বলেন, যদি সরকার ভোট না চুরি করত তাহলে কেন ট্রাকগুলি ওই ভাবে পালিয়ে যাবে। যদিও একটি ধরা পড়েছে। এমনকি প্রশাসন সুরক্ষার কোনও ব্যবস্থাই করছে না বলেও অভিযোগ অখিলেশের। এমনকি কেন্দ্রীয় বাহিনী থাকা স্বত্বেও তাঁদের ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ সামনে আসতে থাকে।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারাণসীর জেলাশাসক গতকাল অর্থাৎ মঙ্গলবারই জানিয়ে ছিলেন, বুধবার উত্তরপ্রদেশ কলেজে গণনা কর্মীদের দ্বিতীয় ট্রেনিং হওয়ার কথা। ২০টি ইভিএম সেই কারনেই তোলা হয়েছিল পিক আপ ভ্যানে। সেই পিকআপ ভ্যান মাঝ পথে থামিয়ে দেয় কিছু লোকজন। ওগুলিকে ভোট হয়ে যাওয়া ইভিএম বলে ভুল করে তাঁরা।

জেলাশাসক আরও বলেন, ইভিএম সনহখ্রান্ত মেল প্রার্থীদের আগেই করা হয়েছে। হার্ড কপিও দেওয়া হয়েছে। এই ২০টি ইভিএম আলাদা করে গাড়িতে তোলা হয়েছিল বলে দাবি জেলাশাসকের। নম্বরের হিসাব দেখলেই মিলে যাবে যে এগুলি ভোট হওয়া ইভিএম নয়।

English summary
UP Election 2022: Election Commission takes step after EVM scam in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X