For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: উত্তর প্রদেশ নির্বাচনে দুই জোটসঙ্গীর নাম ঘোষণা বিজেপির, কার ভাগে কটি আসন

হাই প্রোফাইল উত্তর প্রদেশ নির্বাচনে (uttar pradesh election 2022) জোট করেই লড়াই করবে বিজেপি (BJP) । এদিন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) জানিয়েছেন, বিজেপি আপনা দল (Apna Dal) এবং নিষাদ পার্টিকে (Nish

  • |
Google Oneindia Bengali News

হাই প্রোফাইল উত্তর প্রদেশ নির্বাচনে (uttar pradesh election 2022) জোট করেই লড়াই করবে বিজেপি (BJP) । এদিন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) জানিয়েছেন, বিজেপি আপনা দল (Apna Dal) এবং নিষাদ পার্টিকে (Nishad Party) সঙ্গে করে ৪০৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

 দলীয় বৈঠকে সিদ্ধান্ত

দলীয় বৈঠকে সিদ্ধান্ত

জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে। সেই বৈঠকে দলীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অনুরাগ ঠাকুর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্য নেতারা। এদিকে এদিন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মূলায়ম সিং যাদবের পূত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিয়েছেন। তবে তিনি এই নির্বাচনে কোন কেন্দ্র থেকে লড়াই করবেন তা জানা যায়নি।

ঘোষণা করেছেন জেপি নাড্ডা

ঘোষণা করেছেন জেপি নাড্ডা

এদিন দলে সিদ্ধান্ত নেওয়ার পরেই তা সাংবাদিকদের সামনে ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেছেন, এনডিএ-র সহযোগীরা ২০১৯-এর লোকসভা নির্বাচনের মতো এবারেও একসঙ্গে লড়াই করবে। বিজেপি উত্তর প্রদেশে আপনা দল এবং নিষাদ পার্টির সঙ্গে জোট করে লড়াই করবে। গত কয়েকদিন ধরে দুই দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 কারা কটি আসনে পেতে পারে

কারা কটি আসনে পেতে পারে

সূত্রের খবর অনুযায়ী, বিজেপি ইতিমধ্যেই নিষাদ পার্টিকে ১৫ টি আসন দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে। অন্যদিরে আপনা দলকে ১৮-২০ টি আসন দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

 নিষাদ পার্টির প্রতিক্রিয়া

নিষাদ পার্টির প্রতিক্রিয়া

তবে বিজেপির সভাপতির ঘোষণার আগেই নিষাদ পার্টির সভাপতি সঞ্জয় নিষাদ বলেছেন, তারা ১৫ টি আসন পেয়েছেন। বিজেপির সঙ্গে জোট করেই লড়াই করবেন তাঁরা। আসনগুলির বেশিরভাগই পূর্বাঞ্চলে অর্থাৎ পূর্ব উত্তর প্রদেশে। তবে কিছু পশ্চিম উত্তর প্রদেশেও রয়েছে। তবে কিছু আসন এমন রয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে তারা পরিবর্তন করতে চান। কেননা শুধু লড়াই করা নয়, জেতার লক্ষ্যেই এগোচ্ছেন তারা।

 ২০১৭-তে আপনা দল ছিল বিজেপির সঙ্গী

২০১৭-তে আপনা দল ছিল বিজেপির সঙ্গী

২০১৭-র উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে আপনা দল বিজেপির সঙ্গে জোট করে ১২ টি আসনে লড়াই করেছিল। এর মধ্যে তারা জিতেছিল নটিতে। তবে গত সপ্তাহে দুই বিধায়ক বিশ্বনাথগঞ্জের আরকে বর্মা এবং শোহরাতগঞ্জের চৌধুরী অমর সিং দলত্যাগ করেছেন।
এই আপনা দল কিংবা নিশাদ পার্টির গঠন হয়েছিল ২০১৬ সালে। সেই সময় এই দলগুলি নিষাদ সম্প্রদায় এবং ওবিসিদের সমর্থন আছে বলে দাবি করেছিল।

 এবারের উত্তর প্রদেশ নির্বাচন সাত সফায়

এবারের উত্তর প্রদেশ নির্বাচন সাত সফায়

এবারের উত্তর প্রদেশের নির্বাচন হতে চলেছে সাত দফায়। ১০ ফেব্রুয়ারি নির্বাচন শুরু হয়ে তা শেষ গহে ৭ মার্চ। ১০ মার্চ হবে ভোট গণনা।

Weather Update: ফের বাড়ছে তাপমাত্রা, এবার কি শীতের বিদায়? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটWeather Update: ফের বাড়ছে তাপমাত্রা, এবার কি শীতের বিদায়? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

English summary
BJP President JP Nadda says, his party will jointly contest polls with Apna Dal and Nishad Party in Upcoming UP Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X