For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রামায়ণের সীতা আসলে টেস্ট টিউব বেবি', দাবি বিজেপি রাজ্যের উপমুখ্যমন্ত্রীর

রামায়ণে কথিত রয়েছে, সীতাদেবীর জন্ম হয়েছিল মাটির হাঁড়িতে। তা থেকেই বোঝা যায় রামায়ণের সময় টেস্ট টিউব বেবির ধারণা বর্তমান ছিল।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পর এবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। আবোল-তাবোল বকে বারবার বিতর্কে জড়াচ্ছেন বিজেরি রাজ্যের মন্ত্রীরা। এক বিপ্লব দেবে রক্ষা নেই, তাঁর দোসর হলেন দীনেশ শর্মা। যা বললেন তাকে লোক হাসানো ভাষণ ছাড়া আর কিছুই বলা চলে না। এমন একটি দায়িত্বশীল পদে থেকে দীনেশ বিতর্ককে সঙ্গী করলেন। উত্তরপ্রদেশে পরপর হারে এমনিতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরে চাপ কম নেই। তার উপরে উপমুখ্যমন্ত্রীর এমন কথা সরকারের মুখ ফের একবার পুড়ল বলেই মনে করা হচ্ছে। কী কী বলেছেন তিনি আসুন জেনে নেওয়া যাক।

রামায়ণের সময় টেস্ট টিউব বেবি

'রামায়ণে কথিত রয়েছে, সীতাদেবীর জন্ম হয়েছিল মাটির হাঁড়িতে। তা থেকেই বোঝা যায় রামায়ণের সময় টেস্ট টিউব বেবির ধারণা বর্তমান ছিল।' অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, সীতাদেবী আসলে টেস্ট টিউব বেবি ছিলেন।

নারদ ছিলেন গুগল

নারদ ছিলেন গুগল

'নারদ ছিলেন ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের পূর্বসুরী। সাংবাদিকতার মতো পেশার সূত্রপাত শুরু হয়েছিল মহাভারতের সময়ে। আমেরিকায় গুগল এখন চালু হয়েছে। ভারতে গুগলের ধারণা আনেন নারদ মুনিই।'

মহাভারতের সময় লাইভ সম্প্রচার

'মহাভারতের পুরো যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রকে বলে শুনিয়েছিলেন সঞ্জয়। এটা লাইভ সম্প্রচার ছাড়া আর কি ছিল? মহাভারতের সময়ও লাইভ সম্প্রচার হয়েছে।'

দীনেশের আরও কীর্তি

দীনেশের আরও কীর্তি

'ছানি অপারেশন, প্লাস্টিক সার্জারি, নিউক্লিয়ার টেস্টের মতো ঘটনাও প্রাচীন ভারতে ঘটেছে। সেইসময়ও ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল।' অন্য বিজেপি নেতাদের মতো এমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের বিজেপির উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা।

English summary
Sita’s birth from earthen pot shows test tube baby concept existed during Ramayana, says UP deputy CM Dinesh Sharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X