
নাটক কংগ্রেসের ভোট বাড়াবে না, প্রিয়ঙ্কাকে কটাক্ষ যোগী রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর
কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভডরাকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন তিনি বলেছেন, নাটক কংগ্রেসকে ভোট জোগাতে পারবে না। এইভাবে চললে কংগ্রেস শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী।

প্রিয়ঙ্কাকে কটাক্ষ উপ মুখ্যমন্ত্রীর
হিন্দি টুইটে কেশব বলেছেন, প্রিয়ঙ্কা গান্ধীর আচরণ দেখে মনে হচ্ছে তাদের দল এখন দাঙ্গা করাও পার্টিতে পরিণত হয়েছে। তারা উত্তর প্রদেশের শান্তি ও উন্নয়ন বিঘ্নিত করছে বলেও অভিযোগ করেছেন কেশব প্রসাদ মৌর্য।

ফটো তুলতে ব্যস্ত কংগ্রেস
কেশবপ্রসাদ মৌর্যের অভিযোগ রাজ্যে হিন্দু মুসলিম ঐক্যকে বিনষ্ট করছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, উত্তর প্রদেশে কংগ্রেসে শুধু সদস্য রয়েছে। তারা সবসময় ফটো তুলতেই ব্যস্ত থাকেন। সিএএ ইস্যুতে দেশকে বিপথে চালিত করার অভিযোগও তিনি করেছেন কংগ্রেসের বিরুদ্ধে।
|
প্রিয়ঙ্কার অভিযোগ
শনিবার লখনৌতে প্রিয়ঙ্গা গান্ধী যেখানে ছিলেন সেখানে উত্তর প্রদেশ পুলিশ জোর করে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। ওইদিনই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস দারাপুরি। তাঁরই পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়ঙ্কা। সেই সময় প্রিয়ঙ্কাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। এক মহিলা পুলিশ কর্মী তাঁর গলা টিপে ধরেন বলেও অভিযোগ করেন প্রিয়ঙ্কা।

অভিযোগ অস্বীকার মহিলা পুলিশকর্মীর
অভিযুক্ত মহিলা পুলিশকর্মীর দাবি, তাঁর বিরুদ্ধে অভিযোগ সর্বৈব মিথ্যা। এই সম্পর্কে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন। সেখানে তিনি বলেছেন, নিরাপত্তা স্বার্থেই তিনি প্রিয়ঙ্কা গান্ধীর গন্তব্যস্থল সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু তারা তা দিতে অস্বীকার করেন। রাজ্য পুলিশের তরফ থেকে প্রিয়ঙ্কা গান্ধীর অভিযোগকে মিথ্যা বলেই জানানো হয়েছে।

রাজ্যপাল জড়িয়েছেন রাজনীতিতে! রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উপদেশ দিলীপ ঘোষের
নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে অসমে, এবার প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি