For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে চাপে কংগ্রেস, দল ছাড়ছেন লরকি হুঁ প্রচারের মুখ প্রিয়াঙ্কা

উত্তরপ্রদেশে চাপে কংগ্রেস, দল ছাড়ছেন লরকি হুঁ প্রচারের মুখ প্রিয়াঙ্কা

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে ভোটের আগে আরও বড় সমস্যায় কংগ্রেস। দল ছাড়তে চলেছেন প্রিয়াঙ্কা মৌর্য। তিনি উত্তরপ্রদেশ কংগ্রেসের 'লরকি হুঁ লর সক্তি হু' প্রচারের প্রধান মুখ ছিলেন। এবার তিনি যোগ দেবেন বিজেপিতে। এমনটাই খবর সূত্রের।

উত্তরপ্রদেশে চাপে কংগ্রেস, দল ছাড়ছেন লরকি হুঁ প্রচারের মুখ প্রিয়াঙ্কা

মূলত অভিমানেই দল ছাড়ছেন প্রিয়াঙ্কা। তিনি ভেবেছিলেন দল তাঁকে নির্বাচনে লড়ার জন্য টিকিট দেবে। তা হয়নি। এতেই ক্ষুব্ধ তিনি। আজ বুধবারই তিনি যোগ দিতে পারেন বিপক্ষ শিবিরে। এর আগে প্রিয়াঙ্কা নিজেই বলেছিলেন যে , 'কংগ্রেস নির্বাচনে টিকিট দেওয়ার সময়ে অনেক কারচুপি করেছে।' তাঁর সরাসরি অভিযোগ ছিল, 'কংগ্রেস তার মুখ ব্যবহার করেছিল প্রচারের জন্য। আমার সোশ্যাল মাধ্যমে ১০ লক্ষ ফলোয়ার রয়েছে।

এর সম্পূর্ণ ব্যাবহার করেছে তারা। যখন নির্বাচনের জন্য টিকিট দেওয়ার সময় এল দেখলাম আমি টিকিট পাইনি। অন্য একজন উড়ে এসে জুড়ে বসে টিকিট পেয়ে গেল। এটা আমার সঙ্গে অন্যায় হয়েছে বলে আমি মনে করছি। আসলে এসব আগে থেকেই ঠিক করা ছিল। আমাকে শুধু ব্যবহার করে নেওয়া হয়'। বলা যায় দলের হয়ে ক্ষোভ উগড়ে দেন উত্তরপ্রদেশে মহিলা কংগ্রেসের সহ সভাপতি।

তিনি আরও অভিযোগ করে বলেছেন, 'আমি টিকিট পাইনি তার অন্য একটা কারণও আছে অবশ্য। আমি প্রথমত ওবিসি সম্প্রদায়ের মেয়ে। আর আমি প্রিয়াঙ্কা গান্ধীর সম্পাদক সন্দীপ সিংকে ঘুষও দিতে পারিনি। তাই টিকিটও পাইনি'প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ঠিক করেছিল যে মহিলা ভোট যত বেশি সম্ভব নিজের দিকে টেনে নেওয়ার। অন্তত পাঁচ কোটি মহিলার কাছে পৌঁছানোর লক্ষ্য ছিল কংগ্রেসের।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন, উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস অন্তত ৪০ শতাংশ মহিলা প্রার্থীকে ভোটে টিকিট দেবে। তাদের প্রথম দফায় যে প্রার্থী তালিকা প্রকাশিত হয় তাতে অবশ্য এই কথার কোনও প্রতিফলন ছিল না।

English summary
as party didn't have her the up assembly election ticket priyanka mourya to join bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X