For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওখি-র দাপটে বিপর্যস্তদের দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন যোগী

ওখি দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় ওখি-র দাপটে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু, কেরল থেকে শুরু কের লাক্ষাদ্বীপ বিপর্যস্ত। এই তিন অঞ্চল তছনছ করে মুম্বই গুজরাতে হানা দিয়েছে ঘূর্ণিঝড়। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৪ ছাড়িয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকার। নিখোঁজ প্রায় শতাধিক।

ওখি-র দাপটে বিপর্যস্তদের দিয়ে সাহায্যের হাত বাড়ালেন যোগী

এই অবস্থায় দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোমবার ৫ কোটি টাকা সাহায্য জমা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে চেকও তুলে দিয়েছেন যোগী।

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে পুর নির্বাচনে দারুণ ফল করেছে বিজেপি। যোগীর নেতৃত্বে সরকার অন্তত শহরাঞ্চলে বিজেপির ভোটবাক্স অটুট রাখতে সাহায্য করেছে। গ্রামীণ এলাকা কিছু হাতছাড়া হলেও বিজেপি এবারও উত্তরপ্রদেশে নির্বাচনে ভালো সাড়া পেয়েছে।

নরেন্দ্র মোদী ওখি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন। ঝড়ের গতিপ্রকৃতির দিকে কেন্দ্রের নজর রয়েছে বলে তিনি টুইটে লিখেছেন। সবকটি রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গুজরাতে ভোট হলেও বিজেপি নেতাদের ওখি আক্রান্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
UP CM Yogi Adityanath hands over a cheque worth Rs. 5 Cr to PM Modi from CM Distress Relief Fund for Ockhi Cyclone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X