For Quick Alerts
For Daily Alerts
৭ জেলায় গোশালা তৈরির নির্দেশ এই মুখ্যমন্ত্রীর
উত্তরপ্রদেশে গোশালা তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুন্দেলখণ্ড এলাকার সাত জেলার সঙ্গে রাজ্যের ১৬ টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে গোশালা গড়তে নির্দেশ দেওয়া রয়েছে।

বুধবার বিষয়টি নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। একইসঙ্গে গোশালায় থাকা পশুদের দেখতে কাউ প্রোটেকশন কমিটি গড়তে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। গরুদের দেখভাল করতে এবং বেওয়ারিশ গরুর সমস্য়া রুখতে এই নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রত্যেক গোশালায় ১০০০ পশু থাকার বন্দোবস্ত করা হবে। এই কাজটি করা হবে, ইউপি গোসেবা আয়োগের নজরদারিতে। সরকারি বিজ্ঞপ্তিতে গোশালা চালাতে, জেলাশাসকদের অধীনে কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে।