For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট ঘোষণার পরে বড় ধাক্কা যোগী সরকারে! ক্যাবিনেট মন্ত্রী ইস্তফা দিয়ে যোগ দিলেন অখিলেশের দলে

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (uttar pradesh election 2022) ঘোষণার পরে যোগী (Yogi Adityanath) সরকারে বড় ধাক্কা। ইস্তফা দিলেন রাজ্যের শ্রম, কর্মসংস্থান এবং সমন্বয় মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। তিনি রাজ্যপাল আনন্দীব

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (uttar pradesh election 2022) ঘোষণার পরে যোগী (Yogi Adityanath) সরকারে বড় ধাক্কা। ইস্তফা দিলেন রাজ্যের শ্রম, কর্মসংস্থান এবং সমন্বয় মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। তিনি রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে তাঁর পদত্যাদপত্র পাঠিয়েদেন। পরে তিনি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে দেখা করে সমাজবাদী পার্টিতে (Samajwadi Party) যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

অবহেলার অভিযোগ

অবহেলার অভিযোগ

রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলতে লেথা চিঠিতে স্বামী প্রসাদ মৌর্য যোগী সরকারের বিরুদ্ধে সমাজের বিভিন্ন শ্রেণির প্রতি অবহেলার অভিযোগ করেছেন। চিঠিতে ওই নেতা লিখেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় শ্রম, কর্মসংস্থান এবং সমন্বয় মন্ত্রী হিসেবে অন্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আদর্শের মধ্যে থেকে তাঁকে প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে। কিন্তু দলিত, পিছিয়ে পড়া, কৃষক, বেকার যুবক, ছোট-মাঝারি ব্যবসায়ীদের প্রতি চরম অবহেলার কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন।
স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের পরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ওই মন্ত্রীকে আলোচনার জন্য আহ্বান করে টুইট করে বলেছেন, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত, সবসময়ই ভুল বলে প্রমাণিত হয়।

 স্বাগত জানালেন অখিলেশ

স্বাগত জানালেন অখিলেশ

পদত্যাগের চিঠি রাজ্যপালের কাছে পৌঁছেই স্বামী প্রসাদ মৌর্য পৌঁছে যান অখিলেশ যাদবের কাছে। দুজনের সেই ছবি অখিলেশ যাদব নিজেই টুইটারে পোস্টও করেছেন। সেখানে তিনি বলেছেন, সামাজিক ন্যায়বিচার এবং সমতার জন্য যুদ্ধ করা জননেতা স্বামী প্রসাদ মৌর্য এবং তাঁর সঙ্গে আসা অন্য সব কর্মী-সমর্থকদের তিনি সমাজবাদী পার্টিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন বাইশে উত্তর প্রদেশে পরিবর্তন হবে।

আগেও রয়েছে দলবদলের ইতিহাস

আগেও রয়েছে দলবদলের ইতিহাস

আগেও এই স্বামী প্রসাদ মৌর্যের দলবদলের ইতিহাস রয়েছে। ২০১৭-র বিধানসভা নির্বাচনের আগে তিনি মায়াবতীর বিএসপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিএসপিতে থাকার সময়ে স্বামী প্রসাদ মৌর্যকে মায়াবতীর খুব কাছের বলেই মনে করা হত। এখানে উল্লেখ্য যে স্বামী প্রসাদ মৌর্যের মেয়ে সঙ্ঘমিত্রা মৌর্য বদায়ুনের বিজেপি সাংসদ। মৌর্য নিজেই পিছিয়ে পড়া শ্রেণি অর্থাৎ ওসিবি ভুক্ত। তিনি উত্তর প্রদেশ থেকে একাধিকবার বিধায়কও হয়েছেন।

বিজেপি ছেড়েছেন আরেক বিধায়কও

বিজেপি ছেড়েছেন আরেক বিধায়কও

এদিন স্বামী প্রসাদ মৌর্যের সঙ্গে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন তিলহারের বিধায়ক রোশনলাল বর্মাও। তিনি স্বামী প্রসাদ মৌর্যের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। এই বিধায়কের সমাজবাদী পার্টিতে যোগ দেওয়াও বিজেপির কাছে আরেকটি ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। ৭ দফার নির্বাচনের শেষ দফা হবে ৭ মার্চ। ভোট গণনা হবে ১০ মার্চ।

মমতার সরকারের আপত্তিতে সিলমোহর হাইকোর্টের, গঙ্গাসাগরের নজরদারি কমিটি থেকে বাদ শুভেন্দুমমতার সরকারের আপত্তিতে সিলমোহর হাইকোর্টের, গঙ্গাসাগরের নজরদারি কমিটি থেকে বাদ শুভেন্দু

English summary
UP Cabinet minister Swami Prasad Maurya resigns to join SP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X