For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Bypoll: আজম খানের কেন্দ্রে গেরুয়া ঝড়, সমাজবাদী পার্টিকে হারিয়ে জয় বিজেপির প্রার্থীর

UP Bypoll: আজম খানের কেন্দ্রে গেরুয়া ঝড়, সমাজবাদী পার্টিকে হারিয়ে জয় বিজেপির প্রার্থীর

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের উপনির্বাচনে মইনপুর সমাজবাদী পার্টির দখলে থাকলেও আজম খানের কেন্দ্র হাতছাড়া হয়েছে। ২০০২ সাল থেকে রামপুর সদর কেন্দ্রে জয়ী হয়ে আসছেন আজম খান। কিন্তু এবার আর নিজের দুর্গ রক্ষা করতে পারলেন না আজম খান। এবার তাঁর কেন্দ্রে থাবা বসিয়েছে গেরুয়া শিবির। রামপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনা।

UP Bypoll: আজম খানের কেন্দ্রে গেরুয়া ঝড়, সমাজবাদী পার্টিকে হারিয়ে জয় বিজেপির প্রার্থীর

সমাজবাদী পার্টির পুরনো এবং দুঁদে নেতা আজম খান। তাঁর জনপ্রিয়তারও অন্ত নেই আবার তাঁকে নিয়ে বিতর্কেরও অন্ত নেই। জমি কেলেঙ্কারি থেকে একাধিক িক বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে তার মুখে। তাই নিয়ে বিতর্কও কম হয়নি। ২০০২ সাল থেকে রামপুর সদর কেন্দ্রে সমাজবাদী পার্টির জয়োধ্বজা উড়িয়ে রেখেছিলেন তিনি। রামপুর সদর কেন্দ্রটিতে মুসলিম সম্প্রদায়ের বাস। সেকারণে সেই কেন্দ্রটি নিজের দখলে রাখতে আরও বেশি সফল হয়েছিলেন আজম খান। তার আগেও আজম খান ১৯৮০ সাল থেকে রামপুর সদর কেন্দ্রে বিভিন্ন পার্টির হয়ে জয় পেয়েছেন। অর্থাৎ রামপুর সদর কেন্দ্রটি বরাবরই আজম খানের দখলে থেকেছে। একচেটিয়া ভাবে তিনিই জয় পেয়ে এসেছেন সেখান থেকে।

কিন্তু যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে রামপুর সদর কেন্দ্রটিতে দুর্বল হয়ে পড়তে শুরু করেছিলেন আজম খান। জমি দুর্নীতি মামলায় তাঁকে জেলে যেতে হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চালিয়েছে যোগী সরকার। সেই আজম খানের কেন্দ্রে সমাজবাদী পার্টির গড়ে বিজেপির জয় নিয় পট পরিবর্তন করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছে রামপুর সদরে বিজেপির জয়ের বার্তা। তিনি বলেছেন, মানুষ বিজেপির সঙ্গে যে রয়েছে তার প্রমাণ করে দিয়েছে রামপুর সদর কেন্দ্র।

যদিও সমাজবাদী পার্টি রামপুর সদর কেন্দ্র বিজেপির জয়কে ভাল চোখে দেখছে না অখিলেশ যাদবরা। মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে সমাজবাদী পার্টি। তাঁরা অভিযোগ করেছেন যোগীর পুলিশ ভোট দিতে দেয়নি। ভোট দিতে বাধা দিয়েছে। বিজেপিকে জিততে সাহায্য করেছে যোগীর পুলিশ এমনই অভিযোগ করেছেন অখিলেশ যাদব। তবে আজম খানের কেন্দ্রে বিজেপির এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গুজরাতে বিজেপি এবার প্রথম জিতল অনেক আসনেই, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ভালো ফল গুজরাতে বিজেপি এবার প্রথম জিতল অনেক আসনেই, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ভালো ফল

English summary
BJP candidate win in Azam Khan seat in UP Bypoll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X