For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরপর দুবার মুখ্যমন্ত্রী! উত্তর প্রদেশের রাজনীতিতে রেকর্ড যোগী আদিত্যনাথের

পরপর দুবার মুখ্যমন্ত্রী! উত্তর প্রদেশের রাজনীতিতে রেকর্ড যোগী আদিত্যনাথের

  • |
Google Oneindia Bengali News

এবারে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh election 2022) জয়লাভ করে বিজেপি (bjp) রেকর্ড তৈরি করল। রাজ্যের রাজনীতিতেও তা এক ইতিহাসও (history) বটে। ইতিহাস যোগী আদিত্যনাথের ক্ষেত্রেও। পাঁচ বছর পুরো সময় ক্ষমতায় থাকার পরে ফের পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন তিনি।

শেষবার হয়েছিল ১৯৮৫ সালে

শেষবার হয়েছিল ১৯৮৫ সালে

স্বাধীনতার পর থেকে উত্তর প্রদেশ মানেই ছিল কংগ্রেস। বিভিন্ন সময়ে সেই রাজ্য থেকে লোকসভায় জয়ী হয়েছেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং পরবর্তী সময়ে সনিয়া, রাহুলরা। কিন্তু সেখানেই আস্তে আস্তে ক্ষমতা কমতে কমতে এখন প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে।
কংগ্রেসের সময়েও কোনও নেতা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেছেন। তৎকালীন সময়ে চারজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় ফিরেছেন। কিন্তু কেউই পাঁচবছরের পূর্ণ সময় থাকতে পারেননি। নারায়ণ দত্ত তিওয়ারি হলেন শেষ মুখ্যমন্ত্রী যিনি ১৯৮৫ সালে ক্ষমতায় থাকার পরেও ফের অবিভক্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। সেদিক থেকে বলতে গেলে যোগী আদিত্যনাথ ৩৭ বছর আগেকার রেকর্ড ছুঁলেন।

 ৪ জন মুখ্যমন্ত্রী ফিরলেও পুরো ৫ বছর ক্ষমতায় ছিলেন না

৪ জন মুখ্যমন্ত্রী ফিরলেও পুরো ৫ বছর ক্ষমতায় ছিলেন না

নারায়ন দত্ত তিওয়ারি ছাড়াও, পরপর দুবার যাঁরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন, তাঁরা হলেন, ১৯৫৭ সালে সম্পূর্ণানন্দ, ১৯৬২ সালে চন্দ্রভানু গুপ্তা এবং ১৯৭৪ সালে হেমাবতীনন্দন বহুগুণা। এঁরা সবাই ছিলেন কংগ্রেসের। হেমাবতীনন্দন বহুগুণা হলেন বর্তমানে এলাহবাদের বিজেপি সাংসদ রীতা বহুগুনা যোশীর বাবা।

৫ বছর পূর্ণ করার রেকর্ড

৫ বছর পূর্ণ করার রেকর্ড

যোগী আদিত্যনাথ হলেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী, যিনি উত্তর প্রদেশের জন্য দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। এছাড়াও তিনি হলেন রাজ্যে তৃতীয় মুখ্যমন্ত্রী যিনি পাঁচবছরের পুরো সময় পূর্ণ করেছেন। এর আগে উত্তর প্রদেশের যে দুই মুখ্যমন্ত্রী পাঁচ বছরের পুরো সময় পূর্ণ করেছিলেন তাঁরা হলেন বিএসপি প্রধান মায়াবতী (২০০৭-১২) এবং এসপির অখিলেশ যাদব (২০১২-১৭)।

 একাধিক মেয়াদে মুখ্যমন্ত্রী

একাধিক মেয়াদে মুখ্যমন্ত্রী

যোগী আদিত্যনাথ এনিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। এর আগে উত্তর প্রদেশে ২১ জন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাঁদের মধ্যে চন্দ্রভানু গুপ্ত, চৌধুরী চরণ সিং, নারায়ণদত্ত তিওয়ারি, কল্যাণ সিং, মুলায়ম সিং যাদব এবং মায়াবতী একাধিক মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন।

 গোরক্ষপুর আর্বান থেকে রেকর্ড ভোটে জয়

গোরক্ষপুর আর্বান থেকে রেকর্ড ভোটে জয়

২০১৭ সালে যোগী আদিত্যনাথ বিধান পরিষদে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার তিনি গোরক্ষপুর আর্বান থেকে রেকর্ড ভোটে জয়লাভ করেন। এদিন জয়ের পরে আদিত্যনাথ বলেছেন মোদীর নেতৃত্বেই এই জয় এসেছে। এই জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রিয়াঙ্কার হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও ব্যর্থ, গেরুয়া ঝড়ে উত্তরপ্রদেশে নিশ্চিহ্ন কংগ্রেস প্রিয়াঙ্কার হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও ব্যর্থ, গেরুয়া ঝড়ে উত্তরপ্রদেশে নিশ্চিহ্ন কংগ্রেস

Recommended Video

বিধানসভা ভোটে বিজেপির সাফল্য নিয়ে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার | Oneindia Bengali

English summary
Yogi Adityanath makes record on his return as CM for consicutive 2nd term in UP Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X