For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ নির্বাচন জনমত সমীক্ষার ফল: আসন কমলেও জিতছে বিজেপি, তিনগুন আসন বাড়ছে সপা-র

  • By
  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ নির্ঘন্ট ঘোষণা করে ফেলেছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ সহ বাকি আরও চারটি রাজ্যের একই সময়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সারা দেশের নজর রয়েছে উত্তরপ্রদেশে কী ফলাফল হয় সেদিকে। এর মধ্যেই সামনে এসেছে এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষা। উত্তরপ্রদেশে কে সরকার গঠন করবে তা জানতে এখনও কয়েক মাসের অপেক্ষা। তবে কিছুটা আন্দাজ অবশ্যই এই সমীক্ষার মাধ্যমে উঠে এসেছে।

উত্তরপ্রদেশ ভোট জনমত সমীক্ষার ফল: আসন কমলেও জিতছে বিজেপি

এবিপি-সি ভোটারের সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি আসন্ন ভোটে ৪১.৫% ভোট পেতে পারে। অন্যদিকে অখিলেশ যাদবের নেতৃত্বে বিরোধী জোট ৩৩.৩ শতাংশ ভোট পেতে পারে।

তবে বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের মতো দলগুলি আসন্ন ভোটে খুব একটা সুবিধা করতে পারবে না বলেই আপাতভাবে সমীক্ষায় উঠে এসেছে। যত সময় এগিয়ে আসছে ততই মায়াবতী অথবা প্রিয়াঙ্কা গান্ধীর দল প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে বিজেপি সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবিপি জনমত সমীক্ষাতেও তারই আভাস মিলেছে। সমীক্ষা বলছে বিজেপি ৪০৩ টি আসনের মধ্যে ২২৩ থেকে ২৩৫ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। অন্যদিকে সমাজবাদী পার্টি ১৪৫ থেকে ১৫৭ টির মধ্যে আসন পেতে পারে। অন্যদিকে বহুজন সমাজ পার্টি ৮ থেকে ১৬ টি এবং কংগ্রেস ৩ থেকে ৭টির মধ্যে আসন পেতে পারে।

২০১৭ সালের ফলাফল যদি দেখা যায় তাহলে সে বছর বিজেপি ৪০৩ টি আসনের মধ্যে ৩২৫ টি, সমাজবাদী পার্টি ৪৮ টি, বহুজন সমাজ পার্টি ১৯ টি, কংগ্রেস ৭টি ও অন্যান্যরা চারটি আসন দখল করেছিল। প্রাথমিক সমীক্ষায় তাই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদের আসন কমছে। অন্যদিকে তিনগুণ বাড়ছে সমাজবাদী পার্টির আসন সংখ্যা।

English summary
UP Assembly Election 2022 Opinion Poll: BJP to win Election as SP to get 3X seat in vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X