For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ উত্তরপ্রদেশ উপনির্বাচন ফলাফল : বিজেপিকে পিছনে ফেলে গণনার শুরুতেই দুর্বার গতিতে এগিয়ে বিরোধীরা

মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ যার দখলে তার সংসদের রাস্তা মসৃণ! ভারতীয় রাজনীতিতে এই 'বেদবাক্য' অত্যন্ত প্রাচীন। সেই সূত্র, মেনে মহারাষ্ট্রে নিজের দাপট কায়েম করে রাখতে চলেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ যার দখলে তার সংসদের রাস্তা মসৃণ! ভারতীয় রাজনীতিতে এই 'বেদবাক্য' অত্যন্ত প্রাচীন। সেই সূত্র, মেনে মহারাষ্ট্রে নিজের দাপট কায়েম করে রাখতে চলেছে বিজেপি। এদিকে, যোগী রাজ্য উত্তর প্রদেশেও এদিন উপনির্বাচনের ফলাফল ঘোষণা আজ। আর সেই গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে ,পদ্মশিবিরের বিরোধীরাই আপাতত এগিয়ে।

উত্তরপ্রদেশ উপনির্বাচন ফলাফল ২০১৯: বিজেপিকে পিছনে ফেলে গণনার শুরুতেই দুর্বার গতিতে এগিয়ে বিরোধীরা

উত্তর প্রদেশের ১১ টি আসনে এদিন বিধানসভা উপনির্বাচনের গণনা শুরু হয়েছে। গত ২১ অক্টোবরের ভোট গ্রহণ পর্বের পর এদিন সকাল থেকে শুরু হয়েছে গণনা। আর সেই গণনার প্রাথমিক ট্রেন্ডের শুরুতেই এগিয়ে যায় মুলায়ম-অখিলেশের সমাজবাদী পার্টি। ২ টি আসনে প্রাথমিকভাবে এগিয়ে যায় সমাজবাদীপার্টি। একটু পর থেকে এগিয়ে যেতে থাকে, মায়াবতীর বিএসপিও। খানিক বাদে উত্তর প্রদেশে 'খাতা খোলে' বিজেপি। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ১ টি আস নে এগিয়ে রয়েছে কংগ্রেস।

অযোধ্যা থেকে শুরু করে তিন তালাক ইস্যু নিয়ে বিজেপি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসবার পর থেকেই একাধিক খবর উঠে আসতে থাকে। ওয়াকিবাহল মহলের ধারণা এই সমস্ত ইস্যু উত্তর প্রদেশের সাম্প্রতিক উপনির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে । তবে শেষ পর্যন্ত আজকের ভোটের ফলাফল কোনপথে যায় সেদিকে নজর রাজনৈতিক মহলের।

 জল্পনার অবসান! দলের নেতার ব্যক্তিগত অনুষ্ঠানে প্রকাশ্যে শোভন-বৈশাখী জল্পনার অবসান! দলের নেতার ব্যক্তিগত অনুষ্ঠানে প্রকাশ্যে শোভন-বৈশাখী

English summary
UP Assembly Bypoll Results 2019, Samajwadi Party leading shows early trends.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X