For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ উপনির্বাচন : উত্তরপ্রদেশে ফের সদর্পে উড়ল বিজেপির বিজয় নিশান! আপ্লুত মুখ্যমন্ত্রী যোগী

২০১৯ উপনির্বাচন:উত্তরপ্রদেশে ফের সদর্পে উড়ল বিজেপির বিজয় নিশান! আপ্লুত যোগী

  • |
Google Oneindia Bengali News

১১ টি আসনে এদিন উত্তরপ্রদেশের বিধনাসভায় উপনির্বাচনের ফলাফলের গণনা শুরু হয়। দিনের শুরুতেই যোগী আদিত্যনাথ শিবির বড় ধাক্কা খেয়েছিল। শুরুতেই দেখা যায় রামপুর থেকে এগিয়ে ছিলেন সমাজবাদী পার্টির হেভিওয়েট নেতা আজম খানের স্ত্রী তাজিন ফাতমা। তবে বেলা গড়াতেই নির্বাচনী ফলাফলের দিশা অন্যদিকে এগিয়ে যেতে থাকে।

যোগী গড়ে বিজেপির বিজয় নিশান

উত্তরপ্রদেশে এদিন মনিকপুর, লখনউ ক্যান্টনমেন্ট, গোবিন্দনগর, বলহা, ইগলাস, ঘোষিতে বিজেপি জোট জিতে গিয়েছে। উত্তরপ্রদেশের গাংহো কেন্দ্রটিও দিনের শেষে গেরুয়া শিবির পকেটে পুরে ফেলে। যোগী রাজ্যের ১১ টি আসনের মধ্যে ৮ টিতে জিতে গিয়েছে বিজেপি।

প্রিয়ঙ্কার টুইট

প্রিয়ঙ্কার টুইট

যদিও উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান প্রিয়ঙ্কা গান্ধী যদিও গাংহো কেন্দ্রটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি কেন্দ্রটিতে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও স্বচ্ছ্ব হতে হত।

অ-বিজেপি পার্টির জয়

অ-বিজেপি পার্টির জয়

সাংসদ আজম খানের কেন্দ্র রামপুরের বিধানসভা উপনির্বাচনে জিতে গিয়েছেন সমাজবাদী পার্টির তাজিন ফাতমা। এছাড়াও জায়দপুর কেন্দ্র থেকে ভোট যুদ্ধ জিতে যায় সমাজবাদী পার্টি। বিএসপি এই নির্বাচনে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত জলালপুর কেন্দ্রটি হাত ছাড়া হয়। কংগ্রেস প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে এই নির্বাচনে চরম হতাশা এনে দিয়েছে।

English summary
UP Assembly Bypoll Results 2019, 8 out of the 11 seats won by BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X