For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেন দিয়ে রোগীকে সাহায্য, যোগী সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে

যোগী সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের জনপুরের জেলা প্রশাসন শনিবার ৩৫ বছরের এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। জানা গিয়েছে, বেসরকারি অ্যাম্বুলেন্স চালক জেলা হাসপাতালের বাইরে অপেক্ষারত রোগীদের অক্সিজেন সরবরাহ করতে গিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে '‌মিথ্যা ও অসম্মানজনক’‌ মন্তব্য করেন।

জেলা হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জেলা হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে যে অভিযুক্ত ভিকি অগ্রিহারি ইচ্ছাকৃতভাবে জেলা হাসপাতালে রোগীকে ভর্তি হতে দিচ্ছিলেন না এবং এই হাসপাতালে বেড বা অক্সিজেন নেই এ ধরনের ভুয়ো দাবি করছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এও জানিয়েছে যে রোগীকে অক্সিজেন সরবরাহের সময় ভিকি কোনও কোভিড বিধিও মানেননি। হাসপাতালের এক কর্মী এই অভিযোগ করার পরই ভিকি অগ্রিহারির বিরুদ্ধে শুক্রবার মহামারি রোগ আইনের আওতায় মামলা দায়ের করা হয়। এছাড়াও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ এর সঙ্গে জানিয়েছে ভিকি জেলা হাসপাতালের বাইরে রোগীকে ভুলভাবে অক্সিজেন সরবরাহ করছিল। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

কি বলছে ভিকি অগ্রিহারি

কি বলছে ভিকি অগ্রিহারি

ভিকি অগ্রিহারি জানিয়েছেন যে বৃহস্পতিবার সকালে তিই এক রোগীকে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে নিয়ে আসেন কারণ ওই রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল। তিনি দাবি করেন যে বেসরকারি হাসপাতালে বেড ও অক্সিজেন না থাকার কারণে চিকিৎসকরা রোগী ভর্তি করতে অস্বীকার করেন। ভিকি বলেন, '‌এটা জরুরি পরিস্থিতি বলে রোগীকে হাসপাতালের একটি কোণে শুইয়ে রাখা হয়, আমি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। আমি আমার সিলিন্ডার থেকে রোগীকে অক্সিজেন দিই। এটা দেখার পর ওই হাসপাতালে রোগীদের ভর্তি করতে আসা একাধিক ব্যক্তি আমায় তাঁদের জন্য অক্সিজেনের বন্দোবস্ত করে দিতে বলে।'‌ ভিকি ২০০৪ সাল থেকে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন বলে জানা গিয়েছে। ভিকি দাবি করেন যে তিনি এর আগে সাত বছর কমপাউন্ডারের কাজ করেছিলেন বেসরকারি হাসপাতালে। ভিকি বলেন, '‌আমি রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে অন্য রোগীদের জন্য আরও দু'‌টি অক্সিজেনের বন্দোবস্ত করি। আমার এক বন্ধু মানুষকে সহায়তার জন্য অক্সিজেন সিলিন্ডার এনে দেয়। বৃহস্পতিবার সাড়ে তিনটে নাগাদ এক শীর্ষ আধিকারিক হাসপাতাল পরিদর্শনে আসার পর সব রোগীদের ভর্তি নেওয়া হয়।'‌ ভিকি এও জানিয়েছেন যে তিনি কোনও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত নন বা এই ঘটনার কোনও ভিডিও ক্লিপিংস তিনি তৈরি করেছেন।

 ভিকি জেলা হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করেছে

ভিকি জেলা হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করেছে

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ভিকি দাবি করেন, '‌ওইদিন দুপুরে হাসপাতালে কিছু কর্মী আমার কাছে আসে এবং আমার থেকে অক্সিজেন সিলিন্ডার চায়। আমি দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে মামলা করে।' যদিও জেলা হাসপাতালের সিএমও ডাঃ অনিল শর্মা জানান যে ভিকি প্রশাসন ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ এনেছে নিজের মোবাইলে ভিডিও করার সময়। পুলিশ আসার সঙ্গে সঙ্গে ভিকি পালিয়ে যান। তিনি জানিয়েছেন হাসপাতালে আসা সব রোগীদের ভর্তি করা হয়েছে এবং অক্সিজেনও দেওয়া হয়েছে। সিএমও বলেন, '‌তাঁর এই কাজের সঙ্গে ভিকি জেলা হাসপাতাল ও প্রশাসনের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করেন এবং নিজের গ্রুপকে প্রচার ককরতে চান। আমি ভিকির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। ভিকি তাঁর হোয়াটসঅ্যাপেও এই ভিডিও শেয়ার করেন।'‌ ‌

রেকর্ড গড়ল দিল্লি, একদিনে মৃত্যু ৪১২ জনের, নতুন করে আক্রান্ত ২৫ হাজারের বেশিরেকর্ড গড়ল দিল্লি, একদিনে মৃত্যু ৪১২ জনের, নতুন করে আক্রান্ত ২৫ হাজারের বেশি

জেলা শাসকের মন্তব্য

জেলা শাসকের মন্তব্য

জনপুরের জেলা শাসক মনীষ কুমার বর্মা বলেন, '‌বিষয়টি আমি জানতে পেরেছি এবং তদন্ত চলছে।'‌ তিনি আরও জানান, কেউ দোষী সাব্যস্ত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীকী ছবি

English summary
The hospital authorities lodged an FIR against the ambulance driver for supplying oxygen to the patient
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X