প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলার ছক! কলকাঠি নাড়াচ্ছে পাকিস্তান
এবার সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলের উপর নজর পাকিস্তানের৷ ২৬ জানুয়ারি কৃষকদের মিছিলে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে সেদেশের জঙ্গিগোষ্ঠীগুলি৷ মিছিল ঘিরে উত্তেজনা তৈরি করতে পাকিস্তান থেকে একাধিক টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি করছে দিল্লি পুলিশ৷ এই বিষয়ে কৃষক নেতাদের সচেতন থাকার অনুরোধ করেছে তারা৷

পাকিস্তান থেকে তৈরি হয়েছে ৩০০টির বেশি টুইটার অ্যাকাউন্ট
পুলিশের দাবি, কৃষকদের উসকে দেওয়ার জন্য ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান থেকে তৈরি হয়েছে ৩০০টির বেশি টুইটার অ্যাকাউন্ট৷ এই বিষয়ে গোয়েন্দা বিভাগের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক বলেন, 'এখন পরিস্থিতি কঠিন৷ চ্যালেঞ্জ রয়েছে তবে ট্রাক্টর মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷'

পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলি এই মিছিলে সমস্যা তৈরি করতে পারে
দীপেন্দ্র পাঠক আরও বলেন, 'পাকিস্তানে অবস্থিত জঙ্গিগোষ্ঠীগুলি এই মিছিলে সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে৷ পাকিস্তানের মাটি থেকে ৩০৮টি টুইটার হ্যান্ডেল তৈরি হয়েছে৷ যেখানে কৃষি আইন নিয়ে কৃষকদের প্রতিবাদ এবং মিছিল সংক্রান্ত লিঙ্ক রয়েছে৷'

ট্রাক্টর মিছিলের জন্য প্রস্তুত কৃষকরা
মঙ্গলবারের ট্রাক্টর মিছিলের জন্য প্রস্তুত কৃষকরা৷ সিঙ্ঘু, তিরকি সহ দিল্লির বিভিন্ন সীমান্ত থেকে শুরু হবে মিছিল৷ রাজধানীতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডের পর কৃষকদের ট্রাক্টর মিছিল শুরু হওয়ার কথা রয়েছে ৷ তাই বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷

কৃষকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন অভিযুক্ত যুবক
এদিকে দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন এক যুবক৷ গত শুক্রবার সিঙ্ঘু সীমানা থেকে তাঁকে পাকড়াও করেন কৃষকরা৷ তাঁদের অভিযোগ ছিল, আসন্ন সাধারণতন্ত্র দিবসে আন্দোলনকারীদের প্রস্তাবিত ট্রাক্টর মিছিল ভণ্ডুল করতেই সিঙ্ঘুতে এসেছিলেন ওই যুবক৷ রবিবার হরিয়ানা পুলিশের ডিজি মনোজ যাদব দাবি করেন, আটক করার পর ওই যুবকের উপর অত্য়াচার করেন কৃষকরা৷

কী ঘটেছিল শুক্রবার
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে অভিযুক্ত ওই যুবককে পাকড়াও করেন কৃষকরা৷ শনিবারই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ওই যুবক দাবি করেন, কৃষকদের সাধারণতন্ত্র দিবসের কর্মসূচি ভেস্তে দিতেই তাঁকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল৷ একজন পুলিশকর্মীই নাকি তাঁকে এই প্রশিক্ষণ দিয়েছিলেন৷ যাতে প্রায় দু‘মাস ধরে চলা এই আন্দোলন ভণ্ডুল করে দেওয়া যায়৷