For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছ’‌মাসেই দেশে অভূতপূর্ণ সংস্কার, সোশ্যাল মিডিয়ায় জানালেন নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী শাসিত সরকারের ছয় মাস পূরণ হল। শনিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তাঁর সরকার ছ’‌মাস পূরণ করল। এই সময়ের মধ্যে দেশবাসী অভূতপূর্ণ সংস্কারের গতির সাক্ষী থেকেছে।

বিজেপি সরকারের ছমাস পূরণ


নরেন্দ্র মোদী এদিন সোশ্যাল মিডিয়ায় বলেন, '‌আর্টিক্যাল ৩৭০ ধারার বিলুপ্তিকরণ থেকে শুরু করে আর্থিক সংস্কার, উৎপাদনশীল সংসদ থেকে সিদ্ধান্তগত বিদেশি নীতি, ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’‌ নরেন্দ্র মোদী বিশেষভাবে উল্লেখ করেন যে কেন্দ্র সরকার শিল্পোদ্যগের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করেছে, কর্পোরেট ক্ষেত্রে রাজস্ব কর কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে এবং দেশীয় উৎপাদন সংস্থাগুলির ক্ষেত্রে ১৫ শতাংশ রাজস্ব কর করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান যে পাঁচটি সরকারি খাতে কৌশলগত বিনিয়োগ ছাড়া সরকারের শেয়ারহোল্ডারের ওপর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও তাঁর সরকার ব্যাঙ্কগুলি স্বাস্থ্য ফেরানোর জন্য তা একত্রীত করণ করার ঘোষণা করেছে এবং ২০১৯–২০২০ সালে ব্যাঙ্কগুলির জন্য ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

কৃষক প্রসঙ্গে মোদী জানিয়েছেন যে তাঁর সরকার দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সব কৃষকদের জন্য চালু করেছেন। তিনি বলেন, '‌এটা বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতি ছিল যে পিএম কিষাণ দেশের সব কৃষকদের জন্য চালু করা হবে।’‌ শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও সোশ্যাল মিডিয়ায় ছ’‌মাসের সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের কথা জানান।

English summary
bjp government has completed six months, narendra modi post on social media, India has witnessed phenomenal reform ‌‌momentum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X