For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণধর্ষিতাকে আদালতে যাওয়ার পথে জীবন্ত পোড়ানো হল উন্নাওয়ে ! জামিনে মুক্ত অভিযুক্তকে ঘিরে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই তেলাঙ্গানাকাণ্ডে গোটা দেশে সমালোচনার ঝড় উঠেছিল এক ২৬ বছরের তরুণীর গণধর্ষণ ও তাঁকে জীবন্ত পোড়ানোর ঘটনা ঘিরে। আর ঠিক তার কয়েক সপ্তাহ পর এবার উত্তর প্রদেশের উন্নাও থেকে উঠে আসছে আরও এক নৃশংস ঘটনার খবর। সেখানে গণধর্ষণে নিগৃহিতাকে আদালতে যাওয়ার পথে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার মতো বীভৎস কাণ্ড ঘটে গিয়েছে।

 ৯ মাস পেরিয়ে গিয়েছে , এখনও চলছে মামলা

৯ মাস পেরিয়ে গিয়েছে , এখনও চলছে মামলা

চলতি বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের উন্নাওয়ে গণধর্ষণের ঘটনার কথা জানিয়ে পুলিশের দ্বারস্থ হন এক তরুণী। আর সেই মতো অভিযুক্তদের পাকড়াও করলেও তাদের পরে জামিনে মুক্ত করে আদালত। আর সেই মামলার ৯ মাস কেটে গেলেও জেলের বাইরে মেজাজে ঘুরছে অভিযুক্তরা।

 আদালতে যাওয়ার পথে আক্রমণ

আদালতে যাওয়ার পথে আক্রমণ


এদিন ধর্ষণ মামলায় রায়বরেলির পথে যাচ্ছিলেন এই নিগৃহিতা তরুণী। তখনই তাঁর ওপর হামলা চালায় গণধর্ষণে অভিযুক্ত যুবক। প্রসঙ্গত এই যুবক আপাতত জামিনে মুক্ত। মুহূর্তে তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপরই আতঙ্ক গ্রাস করতে থাকে এলাকাকে।

তরুণীর দেহ ৮০ শতাংশ অগ্নিদগ্ধ

তরুণীর দেহ ৮০ শতাংশ অগ্নিদগ্ধ

এদিনের ঘটনায় তরুণীর দেহের ৮০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে। এদিন ভোর সাড়ে চারটের সময় বিশ্বরা বিহার রেলস্টেশনের এই নারকীয় ঘটনার পর তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত অত্যন্ত সংকটজনক তরুণী।

English summary
Unnao Rape Survivor set on Fire by accused, condition critical .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X