For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উন্নাওয়ের নির্যাতিতা, জানাল এইমস

শীর্ষ আদালতের নির্দেশেই লখনউ থেকে দিল্লির এইমসে উড়িয়ে আনা হয়েছিল উন্নাওয়ের ধর্ষিতাকে। আনা হয়েছিল তাঁর আইনজীবীকেও।

Google Oneindia Bengali News

শীর্ষ আদালতের নির্দেশেই লখনউ থেকে দিল্লির এইমসে উড়িয়ে আনা হয়েছিল উন্নাওয়ের ধর্ষিতাকে। আনা হয়েছিল তাঁর আইনজীবীকেও। দুর্ঘটনার পর লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা। দুর্ঘটনা এতোটাই মারাত্মক ছিল যে তারপরেই কোমায় চলে গিয়েছেন নির্যাতিতা। লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন তিনি।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উন্নাওয়ের নির্যাতিতা, জানাল এইমস

কিন্তু নির্যাতিতার মা তাঁকে সেখানে রাখতে চাননি। দিল্লিতে এনে চিকি‌ৎসা করানোর জন্য আদালতে আবেদন জানা। তারপরেই প্রধান বিচারপতির নির্দেশে এয়ার লিফট করে তাঁদের দিল্লিতে আনা হয়। দিল্লি বিমান বন্দর থেকে এইমস পর্যন্ত ১৪ কিলোমিটার পথ অ্যাম্বুলেন্সে আনা হয় তাঁদের। মাত্র ১৮ মিনিটে গ্রিন করিডরের মাধ্যমে সেই পথ অতিক্রম করেছিল অ্যাম্বুলেন্স।

এইমসে ট্রমা কেয়ার সেন্টারে রাখা হয়েছে নির্যাতিতা ও তাঁর আইনজীবীকে। দুজনের অবস্থাই সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে নির্যাতিতাকে। তাঁর আইনজীবী আইসিইউতে রয়েছেন। তাঁদের চিকিৎসা করছেন এইমসের একটি বিশেষ চিকিৎসক দল। এই নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার।

২০১৭ সালে বিজেপি বিধায়ক কূলদীপ সিং সেনগার তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছিলেন নির্যাতিতা। তারপর েথকে নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকেদের নানাভাবে হুমকি গিয়ে চলেছে কূলদীপ। তবে দুর্ঘটনার পর এই নিয়ে নতুন করে পারদ চড়ে। চাপে পড়ে কূলদীপকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। উন্নাও ধর্ষণকাণ্ডের যাবতীয় মামলা লখনউ থেকে দিল্লিতে সরিেয় আনার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

English summary
Unnao rape survivor remains critical is on life support system, says AIIMS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X