For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেলেন ‌উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত বিধায়কের স্ত্রী

পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেলেন ‌উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত বিধায়কের স্ত্রী

Google Oneindia Bengali News

‌এটাই নিয়ম আর তা বরাবরই হয়ে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অপরাধমূলক মামলা রয়েছে এমন ব্যক্তিদের নির্বাচনে দাঁড় করানোর প্রবণতা ভারতে অব্যাহত। আর এই বিষয়ে শীর্ষ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারের নাম সবার আগে রয়েছে। এ বছর উত্তরপ্রদেশের পাঁচ জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে। সেই পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপি তার প্রার্থীদের নাম ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রীর নাম। এই কুলদীপ সেঙ্গার, যে উন্নাওতে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে জেল খাটছে।

জেলা পঞ্চায়েত চেয়ারপার্সনের পদে ছিলেন সঙ্গীতা

জেলা পঞ্চায়েত চেয়ারপার্সনের পদে ছিলেন সঙ্গীতা

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত উন্নাওয়ের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সনের পদে থাকা সঙ্গীতা জেলা পঞ্চায়েত সদস্যের জন্য ফতেপুর চৌরাসি ত্রিতয়া কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন। উন্নাওয়ের বিভিন্ন জেলা পঞ্চায়েত ওয়ার্ডের ৫১ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বিদায়ী ব্লকের প্রধান অরুণ সিং আসোহা থেকে (‌দ্বিতীয়)‌ এবং সর্ষি থেকে আনন্দ আওয়াস্তি (‌প্রথম)‌ দাঁড়াচ্ছেন। আনন্দ বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, উন্নাও জেলা পঞ্চায়েতের বিদায়ী চেয়ারপার্সন সঙ্গীতা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফতেপুর চৌরাসি ত্রিতয়া থেকে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। উন্নাওতে ২০১৬ সালে সঙ্গীতা জেলা পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন।

 ১৫ এপ্রিল থেকে পঞ্চায়েত নির্বাচন

১৫ এপ্রিল থেকে পঞ্চায়েত নির্বাচন

আগামী ১৫ এপ্রিল থেকে ৪ দফায় পঞ্চায়েত নির্বাচন যোগী রাজ্যে। নির্বাচিত জেলা থেকে প্রতিদিন প্রার্থী ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করা হয় উন্নাও, মউ, বলরামপুর, বস্তি এবং কুশিনগরের। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২ মে, এদিনই আবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলও ঘোষণা করা হবে। আগে কোনও দলের প্রতীকে পঞ্চায়েত নির্বাচন হত না উত্তরপ্রদেশে, এ বছরই প্রথম তার সূচনা হয় এবং তাতেই জায়গা পান সঙ্গীতা সেঙ্গার।

 কুলদীপ সেঙ্গার ও তার ইতিহাস

কুলদীপ সেঙ্গার ও তার ইতিহাস


বিজেপি প্রার্থী হিসাবে ২০১৭ সালের উন্নাওয়ের ববাঙ্গারমউ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কুলদীপ সেঙ্গার। যদিও ধর্ষণ কাণ্ডে তার নাম উঠে আসায় কুলদীপ এখন জেলে এবং দল থেকেও তাকে বহিষ্কার করা হয়, অতএব ওই আসনটি এখন ফাঁকাই রয়েছে। উন্নাওয়ের নির্যাতিতার বাবার রহস্য মৃত্যুর ঘটনায় সংযোগ থাকায় ২০২০ সালে কুলদীপকে দোষী সাব্যস্ত করে আদালত। সেই সময় তাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। ১০ বছরের হাজতবাস হয়েছে তার। এ ছাড়াও, নাবালিকা ওই কিশোরীকে ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবনের সাজা দিয়েছে আদালত।

 স্ত্রী সঙ্গীতার সঙ্গে সম্পর্ক ভালো দলের

স্ত্রী সঙ্গীতার সঙ্গে সম্পর্ক ভালো দলের

তবে স্বামী দল থেকে বিতাড়িত হলেও স্ত্রী সঙ্গীতার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে দলের। আর সেই সুবাদেই তিনি এই পঞ্চায়েত নির্বাচনের টিকিট পেলেন। নিজের ক্যারিশমা নাকি স্বামীর কুকীর্তি, এখন কোনটা পক্ষে আর বিপক্ষে যাবে এখন সেটাই দেখার বিষয়।

English summary
unnao rape convict kuldeep singh sengars wife to contest on bjp ticket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X