আনলক ৩-এ খুলতে চলেছে তাজমহল থেকে আগ্রা ফোর্ট! প্রশাসন কী জানাচ্ছে
লকডাউনের মধ্যে আনলক পর্যায় শুরু হয়েছিল ধীরে ধীরে লকডাউনকে তুলে দেওয়ার জন্য। এবার সেই আনলকের তৃতীয় পর্যায়ে গিয়ে খুলতে চলেছে দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির কয়েকটি।

ওয়াহ তাজ!
ওয়াহ তাজ! .. এমন আবেগ দিয়েই তাজ দর্শনে এতদিন মুখর হয়েছেন পর্যটকরা। কিন্তু কোভিডের প্রবল দংশনে তাজমহল সহ একাধিক পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। এবার যোগী সরকার সেই সমস্ত কেন্দ্রকে খোলার চেষ্টা শুরু করেছে।

উত্তরপ্রদেশ সরকার কী জানিয়েছে?
উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, সমস্ত ঐতিহাসিক সৌধ শুধুামাত্র তাজ মহল ও গ্রা ফোর্ট বাদে, এবার বাফার জোনের বাইরে যাবে। ফলে এই বার্তা থেকে এটা স্পষ্ট লকডাউনের মাঝেও এবার আগ্রার তাজমহল ও আগ্রা ফোর্ট খুলতে চলেছে।

কবে খুলছে?
জানা গিয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলবে তাজ মহল। এই দুটি সৌধ পর্যটকদের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলবে নির্দিষ্ট সময়েই। আগের মতো সময়কালের মধ্যেই এই দুটি সৌধ খোলা থাকবে।

উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি
উত্তরপ্রদেশ বুধবার ২৬৩৮জনের মৃত্যু দেখেছে করোনার জেরে। রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬৭৫১০ জন। সেখানে সংক্রিয়া আক্রান্তের সংখ্যা ৪৯৬৪৫ জন। উল্লেখ্য, দেশ আপাতত ২৮ লক্ষ পার করেছে করোনা আক্রান্তের মোট সংখ্য়ায়।
লাদাখ থেকে অরুণাচল সীমান্তে চিনের ৭টি বিমানঘাঁটিতে গোপনে কী ঘটছে ! ভারতের 'ফোকাস' কোন তথ্য