For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের 'আনলক ৩' পর্যায়ে কী কী খোলা থাকবে! কোন তথ্য উঠে আসছে

আনলক ৩: আসন্ন অগাস্ট মাসে লকডাউনে কী কী খোলা থাকবে! কোন তথ্য উঠে আসছে

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকার জানিয়ে দিয়েছে সপ্তাহে ২ টি দিন আবশ্যিক কড়া লকডাউন দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। এর জেরে চলতি সপ্কাহেই ২ দিন কড়া লকডাউন দেখেছে রাজ্য । তবে কেন্দ্রীয় সরকারের ঘোষণা মত দেশে আনলক ২ শুরু হয়ে গিয়েছে। আর তার মেয়াদ জুলাইতেই শেষ হয়ে যাবে। এরপর অগাস্ট মাস থেকে লকডাউনের রূপরেখা কেমন হবে, সেই সম্পর্কে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

 আনলক ৩ আসন্ন!

আনলক ৩ আসন্ন!

ধাপে ধাপে লকডাউন থেকে মুক্তি পাবে ভারত। এমনটাই নির্দেশ ছিল কেন্দ্রীয় সরকারের। তবে , আনলক ২ এর পর্যায়ে চূড়ান্ত করুণ পরিস্থিতি দেখেছে ১৩০ কোটির দেশ। এমন অবস্থা থেকে আগামী আনলক ৩ এর পর্যায়ে ভারত কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারে, তা নিয়ে জল্পনা চড়ছে।

অগাস্ট মাস থেকে কী খুলতে পারে?

অগাস্ট মাস থেকে কী খুলতে পারে?

এক সর্বভারতীয় চ্যানেল সূত্রের খবর অগাস্ট মাসের প্রথম থেকে সিনেমা হলগুলি খুলতে পারে। তবে, সিনেমা হল খুললেও, সেখানে কীভাবে সিনেমা দেখতে পারে দর্শক , বা কোন সোশ্যাল ডিসটেন্সিং পন্থা মানা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। মনে করা হচ্ছে ৫০ শতাংশ দর্শককে সঙ্গে নিয়ে সিনেমা হল খোলার পথে এগোতে পারে কেন্দ্র।

স্কুল কি খুলছে অগাস্টে?

স্কুল কি খুলছে অগাস্টে?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের ও অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হচ্ছে রাজ্যে। জল্পনা চলছে আগামী মাসেই স্কুল খুলবে কী না। তবে সূত্রের দাবি, অগাস্টে স্কুল , কলেজ খুলতে রাজি নয় কেন্দ্র।

 মেট্রো কী চলতে পারে?

মেট্রো কী চলতে পারে?

আনলক ৩ এর পর্যায়ে গিয়েও সম্ভবত মেট্রো চালাচল শুরু হবে না। দৈনিক প্রা. ৫০ হাজার করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে এগিয়ে চলা ভারত আর কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে । তাই মেট্রো রেল সম্ভবত আনলক ৩ এর পর্যায়ে চলবে না। তবে সমস্তটাই নির্ভর করছে সরকারের তরফে চূড়ান্ত নির্দেশ আসার পর।

উপাচার্যদের কাজের ওপর নজর রাখা হচ্ছে! সক্রিয় হোন মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল উপাচার্যদের কাজের ওপর নজর রাখা হচ্ছে! সক্রিয় হোন মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল

English summary
Unlock 3, know what to will open and what will be closed according to sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X