For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনলক ১: শপিং মল, হোটেল, রেস্তরাঁ খোলার জন্য নয়া গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক

আনলক ১: শপিং মল, হোটেল, রেস্তরাঁ খোলার জন্য নয়া গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক

Google Oneindia Bengali News

আনলক ১-এ আট জুন থেকে খুলছে শপিং মল, হোটেল এবং রেস্তরাঁ। তার জন্য আগে থাকতেই তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জন সুরক্ষায় নতুন করে গাউডলাইন প্রকাশ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। একাধিক জিনিস মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

ফেস মাস্ক বাধ্যতামূলক

ফেস মাস্ক বাধ্যতামূলক

করোনা সংক্রমণ রুখতে শপিং মল রেস্তরাঁ এবং হোটেলে একাধিক গাইডলাইন মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। তিন জায়গায় ফেস মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করে দেওয়া যাবে না কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। জায়গায়তেই ঢোকার আগে পর্যাপ্ত স্যানিটাইজেশনের মধ্য দিয়ে যেতে হবে। থার্মাল স্ক্রিনিং করতে হবে ক্রেতাদের। একমাত্র উপসর্গহীনরাই প্রবেশ করতে পারবেন।

কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে

কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে

শপিংমল, হোটেল, রেস্তরাঁ তিন ক্ষেত্রেই কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। তাঁদের পর্যাপ্ত স্যানিটাইজেশের মধ্য দিয়ে যেতে হবে। কোনও কর্মী গর্ভবতী হতে তাঁর সুরক্ষার কথা সবার আগে মাথায় রাখতে হবে। এছাড়া কোনও কর্মীর অন্য কোনও রোগের চিকিৎসা চললে তাঁকে সবার সুরক্ষা কথা ভেবে কাজ করতে হবে।

ভিঁড় নিয়ন্ত্রণ

ভিঁড় নিয়ন্ত্রণ

করোনা সংক্রমণের প্রবল সম্ভাবনা এড়াতে তিন ক্ষেত্রেই ভিড় নিয়ন্ত্রণ সবচেয়ে বড় কাজ। শপিংমল কর্তৃপক্ষকে সবার আগে ভিড় নিয়ন্ত্রণের কড়া পদক্ষেপ করতে হবে। দরজার হ্যান্ডেল সর্বক্ষণ স্যানিটাইজ করতে হবে। ক্রেতাদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করার অনুরোধ করা হয়েছে।

শৌচাগার পরিচ্ছন্ন রাখা জরুরি

শৌচাগার পরিচ্ছন্ন রাখা জরুরি

সবার আগে তিন ক্ষেত্রেই শৌচাগার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বক্ষণ সেখানে সাফাইকর্মীদের মোতায়েন রাখতে হবে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। রেস্তরাঁ গুলিতে নিয়ন্ত্রিত গ্রাহক নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন কী শপিং মল গুলিতেও নিয়ন্ত্রিত লোক রাখতে হবে।

বিশ্ব হিন্দু পরিষদের অনুমোদিত মডেলেই নির্মাণ হবে অযোধ্যার রাম মন্দিরবিশ্ব হিন্দু পরিষদের অনুমোদিত মডেলেই নির্মাণ হবে অযোধ্যার রাম মন্দির

English summary
Unlock 1: Home ministry issued new guidline for hotel, shoping malls and restorents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X