
আনলক ১.০: খুলছে শপিং মল, রেস্তরাঁ থেকে মন্দির, জানুন প্রয়োজনীয় নিয়মগুলি
এদিন সোমবার ৮ জুন থেকে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে চলেছে। এই আনলক পর্যায়ের প্রথম ধাপে শপিংমল, রেস্তরাঁ, মন্দির ইত্যাদি দেশজুড়ে খুলতে চলেছে বলে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে। শুধুমাত্র কন্টেইনমেন্ট জোন বাদে অন্যান্য সমস্ত জায়গায় এই সুবিধাগুলো পাওয়া যাবে।

বেড়ে চলেছ আক্রান্তের সংখ্যা
গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাত হাজারের বেশি মানুষের। এই অবস্থায় সোমবার থেকে দেশ স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে। যদিও প্রত্যেকদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ভারতে। যা অত্যন্ত চিন্তার বিষয়।

শপিং মল
দেশজুড়ে সোমবার থেকে শপিংমল খুলছে। শপিংমলগুলির ভিতরের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস হবে এবং আর্দ্রতার মাত্রা ৪০ থেকে ৭০ শতাংশ থাকবে। শপিং মল খুললেও গেমিংয়ের জায়গা, বাচ্চাদের প্লে কর্নার, সিনেমা হল ইত্যাদি বন্ধ থাকবে। লিফটে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম অনুসরণ করা হবে।

হোটেল রেস্তরাঁ
দেশজুড়ে খুলতে চলেছে হোটেল ও রেস্তরাঁ। তবে রেস্তরাঁর মধ্যে বসে খাওয়ার থেকে হোম ডেলিভারি করার বিষয়ে জোর দিতে বলা হয়েছে। মেনু কার্ড, ন্যাপকিন ইত্যাদি একবার ব্যবহারের পর ফেলে দিতে হবে। হোম ডেলিভারির জন্য যে কর্মী নিযুক্ত হবেন তাঁর থার্মাল স্ক্রিনিং সঠিকভাবে করতে হবে। শুধুমাত্র উপসর্গহীন কর্মীদের কাজে রাখা যাবে। প্রত্যেককে মাস্ক গ্লাভস ইত্যাদি পরে থাকতে হবে। একজন গ্রাহক চলে যাওয়ার পর সেই জায়গাটিকে ভালো করে স্যানিটাইজ করতে হবে।

মন্দির
মন্দিরে ঢোকার পূর্বে হাত এবং পা ভালো করে ধুয়ে নিতে হবে। মন্দিরের ভিতরে প্রসাদ বিতরণ করা যাবে না। এবং জল ছিটিয়ে যেভাবে আশীর্বাদ দেওয়া হয় তা চলবে না। এছাড়াও বিগ্রহের পা ছুঁয়ে প্রণাম করা যাবে না। গাড়ির ভিতরে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে।