For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কে নিবিড়তা বাড়াবে এয়ারো ইন্ডিয়া ২০২১!

এয়ারো ইন্ডিয়ায় মার্কিনি অংশগ্রহণে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কে নিবিড়তার সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

ভারতের এয়ারো ইন্ডিয়া ২০২১-এ অংশগ্রহণ করল আমেরিকা। এতে দুই দেশের প্রতিরক্ষা এবং কূটনৈতিক বিষয়ক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। তেমনটা মনে করেন এয়ারো ইন্ডিয়ায় অংশ নেওয়া ভারত ও আমেরিকার প্রতিনিধিরা। এই সম্পর্কের ফসল দীর্ঘমেয়দী বলে ধরে নেওয়া হচ্ছে।

ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কে নিবিড়তা বাড়াবে এয়ারো ইন্ডিয়া ২০২১!

এয়ারো ইন্ডিয়া ২০২১-তে অংশ নিতে উচ্চ স্তরীয় মার্কিন প্রতিনিধি দলের মাথা হিসেবে ভারতে এসেছেন সে দেশের কূটনৈতিক কর্তা ডন হেফলিন। জানিয়েছেন, ভারতের এই উদ্যোগে সামিল হতে পেরে তিনি সন্তুষ্ট। এই উদ্যোগের হাত ধরে ভারত ও আমেরিকার কূটনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া আরও নিবিড় হবে বলেও মনে করেন হেফলিন।

ডন হেফলিনের কথায়, ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক এমনিতেই যথেষ্ট উন্নত। এয়ারো ইন্ডিয়া ২০২১-এর মাধ্যমে দুই দেশ একে অপরের আরও কাছে আসবে বলে মনে করেন মার্কিন কর্তা। ইন্দো-প্যাসিফিক রিজিওনে দুই দেশের দুই দেশের প্রাধান্য বাড়বে বলে মনে করেন হেফলিন।

ডন হেফলিন সহ আমেরিকা থেকে আগত আট জনের একটি দল ভারতের এয়ারো ইন্ডিয়া ২০২১-এ অংশ নিয়েছে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কী করলে দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে, তা একটি খসড়াও তৈরি করা হয় বলে জানানো হয়েছে।

English summary
United States participation in Aero India 2021 as defense partnership
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X