For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে ব্যবস্থা! দুই নথিতেই পাওয়া যাবে সংযোগ, সিদ্ধান্ত মোদী সরকারের

সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে ব্যবস্থা! দুই নথিতেই পাওয়া যাবে সংযোগ, সিদ্ধান্ত মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

এই প্রথমবার বিদ্যুৎ গ্রাহকদের জন্য নিয়মের সরলীকরণ করতে যাচ্ছে বিদ্যুৎমন্ত্রক। এদিন তারা জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে পদ্ধতির সরলীকরণের জন্য ড্রাফ্ট তৈরির কথাও জানিয়েছে তারা। ১০ কিলোওয়াট পর্যন্ত লোডের ক্ষেত্রে সুবিধা পাবেন গ্রাহকরা। বিদ্যুতের ক্ষেত্রে গ্রাহকদেরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা স্বীকার করা হয়েছে কেন্দ্রের তরফে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এব্যাপারে পরামর্শ ও সুপারিশের প্রার্থনাও করা হয়েছে।

 বিদ্যুৎমন্ত্রকের বার্তা

বিদ্যুৎমন্ত্রকের বার্তা

বিদ্যুৎমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বিদ্যুৎ গ্রাহকরা পাওয়ার সেক্টরের গুরুত্বপূর্ণ অংশীদার। পাওয়ার সেক্টর বেঁচে আছে গ্রাহকদের কারণেই। দেশের সবার জন্য বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। সেই কারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের সন্তুষ্টির বিষয়টি।

পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়ানো

পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়ানো

বিদ্যুৎমন্ত্রকের এই ড্রাফট তৈরি করেছে পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য। সময়মতো ও সরলীকরণের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ। এছাড়াও রয়েছে বিলের ওপর ২ থেকে ৫ শতাংশ ছাড়ের মতো বিষয়টিও।

প্রো কনজিউমার্সদের সুবিধা

প্রো কনজিউমার্সদের সুবিধা

ড্রাফ্টে গ্রাহকদের মধ্যে নতুন ক্যাটেগরি করা হয়েছে। সেখানে প্রো কনজিউমার্স বলে একটি শ্রেণির কথা উল্লেখ করা হয়েছে। যে সব গ্রাহক ছাজের ওপর সোলার ইউনিট স্থাপন করবেন তাঁদের কৃষির পাম্পের জন্য, তাঁদেরকে নিজের ব্যবহারের জন্য বিদ্যুৎ তৈরির অনুমতি দেওয়া হবে। এছাড়াও 24x7 টোল ফ্রি নম্বরগুলির কার্যকারিতা আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।

কনজিউমার গ্রিভান্স রিড্রেস ফোরাম গঠনের প্রস্তাব

কনজিউমার গ্রিভান্স রিড্রেস ফোরাম গঠনের প্রস্তাব

বিদ্যুৎ মন্ত্রকের ড্রাফ্টে কনজিউমার গ্রিভান্স রিড্রেস ফোরাম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সাব ডিভিশন লেভেলে অন্তত গ্রাহকদের থেকে ২ থেকে ৩ জন প্রতিনিধিকে গ্রিভান্স রিড্রেস ফোরামে স্থান দেওয়ার কথাও বলা হয়েছে।

লাদাখ সংঘাতের মাঝে কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর! কী জানালেন রেড্ডিলাদাখ সংঘাতের মাঝে কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর! কী জানালেন রেড্ডি

English summary
Union power ministry's draft says just two documdents are needed for Electric connection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X