For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী মাসেই কমতে পারে রান্নার গ্যাসের দাম, নয়া ইঙ্গিত কেন্দ্রের

আগামী মাসেই কমতে পারে গ্যাসের দাম, ইঙ্গিত কেন্দ্রের

Google Oneindia Bengali News

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নতুন আশার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন আগামী মাসে অর্থাৎ মার্চে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম কমতে পারে। কেন্দ্রীয় মন্ত্রীর এই আশ্বােস কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মধ্যবিত্ত।

অগ্নিমূল্য রান্নার গ্যাস

অগ্নিমূল্য রান্নার গ্যাস

প্রতি মােস দাম বাড়তে বাড়তে প্রায় ১০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের দাম। সেই তুলনায় ভর্তুকির টাকা বাড়ছে না বসে অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে চরম সংকটে মধ্যবিত্তরা। কারণ দেশে সবচেয়ে বেশি রান্নার গ্যাসের গ্রাহক এই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারই। এদিকে মোদী সরকার ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। গত সপ্তাহে ১৪৯ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম।

কমবে গ্যাসের দাম

কমবে গ্যাসের দাম

ভিলাই ইস্পাত কারখানা পরিদর্শনে গিয়ে রান্নার গ্যাসের দাম নিয়ে আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন আগামী মাসে কিছুটা হলেও রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে রান্নার গ্যাসের দাম ক্রমাগত বেড়ে চলেছে বলে যে অভিযোগ করা হচ্ছে সেটা িতনি মেনে নিতে চাননি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জািনয়েছেন তিনি।

ক্রয়ক্ষমতার বাইরে যাচ্ছে রান্নার গ্যাস

ক্রয়ক্ষমতার বাইরে যাচ্ছে রান্নার গ্যাস

ক্রমাগত দাম বাড়তে থাকায় জ্বালানি গ্যাসের দামও সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের পক্ষেই রান্নার গ্যাসের দাম দেওয়া কষ্টকর হয়ে পড়ছে তাহলে নিম্নবিত্ত পরিবারের লোকেরা কীভাবে এলপিজি সিলিন্ডার কিনবেন। এদিকে মোদী সরকার নিম্নবিত্ত পরিবারগুলির ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

English summary
Union misister says LPG price going to down next month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X