For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জামিয়া, জেএনইউর দেশ বিরোধীদের শুধরে দেব, যদি..' , বিজেপি মন্ত্রী দিলেন 'চিকিৎসা'র নিদান

'জামিয়া, জেএনিউতে দেশ বিরোধীদের শুধরে দেব, যদি..' , বিজেপি মন্ত্রী দিলেন 'চিকিৎসা'র নিদান

  • |
Google Oneindia Bengali News

জেএনইউ তথা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে 'আজাদি' স্লোগান ঘিরে একের পর এক বিতর্ক শুরু হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে একের পর এক বিতর্ক শুরু হয়েছে জামিয়া মিলিয়া ও জেএনিউএর প্রতিবাদ ঘিরে। যে প্রতিবাদের বিরোধিতায় একের পর এক তোপ দেগেছে বিজেপি। এবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী একধাপ এগিয়ে সুর চড়িয়ে দিলেন অন্য়রকমের 'চিকিৎসা'র বার্তা।

কোন 'চিকিৎসা'র নিদান দিলেন সঞ্জীব বলিয়ান?

কোন 'চিকিৎসা'র নিদান দিলেন সঞ্জীব বলিয়ান?

এবার বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। মঙ্গলবার তাঁর বক্তব্যে উঠে এসেছে জামিয়া ও জেএনইউ প্রসঙ্গ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে আর্জি জানান, যাতে এই বিশ্ববিদ্যালয়গুলিতে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়। আর সেই সংরক্ষণ নিয়ে তিনি জেএনইউ ও জামিয়ার সিএএ প্রতিবাদীদের 'ইলাজ' (চিকিৎসা) সঠিক পথে করে দেবেন বলে জানিয়েছেন।

জামিয়া নিয়ে সঞ্জীব বলিয়ানের বক্তব্য

মেরঠে একটি সভায় যোগ দিয়ে কেন্দ্রীয়মন্ত্রী সঞ্জীব বলিয়ান জানান, 'আমি রাজনাথ সিংয়ের কাছে আবেদন করব যে, যাঁরা জেএনইউ ও জামিয়ায় দেশ বিরোধী স্লোগান দিচ্ছেন , তাঁদের চিকিৎসা একটাই,.. পশ্চিম উত্তর প্রদেশ থেকে ওখানে ১০ শতাংশ সংরক্ষণ করে দিন, সবাইকে শুধরে দেব। ওখানে পড়াশোনার কথা ভুলে যাবেন।'

জামিয়া ও জেএনইউ ঘিরে উত্তাল দেশ

জামিয়া ও জেএনইউ ঘিরে উত্তাল দেশ

গত কয়েক সপ্তাহ ধরে জামিয়া ও জেএনইউ ঘিরে উত্তপ্ত ছিল দেশ। সেখানে একের পর এক বিতর্ক দানা বাধে হস্টেল ফি-কে কেন্দ্র করে বিবাদ থেকে শুরু করে সিএএ প্রতিবাদ ঘিরে। জামিয়ায় পুলিশ প্রবেশ ও জেএনইউতে মুখ ঢাকা আততায়ীদের আক্রমণ ঘিরে এই বিতর্ক শুরু হয়েছে এবিভিপি বনাম বাম গেরুয়া ছাত্র আন্দোলনকারীদের মধ্যে। আর সই প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক বাড়িয়ে দিলেন সঞ্জীব বলিয়ান।

 সিএএ আতঙ্ক কাটাতে উত্তরপ্রদেশের পর একাধিক রাজ্যে সেমিনারের ভাবনা এনসিএমের সিএএ আতঙ্ক কাটাতে উত্তরপ্রদেশের পর একাধিক রাজ্যে সেমিনারের ভাবনা এনসিএমের

English summary
Union Minister Sanjeev Balyan demands 10 perecent Reservation in Jamia, know the reason .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X