করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া, বাড়িতেই আইসোলেট হয়ে রইলেন
করোনা ভাইরাসে আক্রান্ত সাংসদ ও মন্ত্রীদের তালিকায় এবার যুক্ত হলেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া। বৃহস্পতিবারই তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ নিজেকে বাড়িতেই আইসোলেট করে রেখেছেন এবং সকলকে অনুরোধ করেছেন যে তাঁর সংস্পর্শে আসা সবাই যেন কোভিড বিধি মেনে নিজেদের পরীক্ষা করিয়ে নেন। সদানন্দ নিজের সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করে বলেন, 'কোভিড–১৯–এর প্রাথমিক উপসর্গ দেখার পর আমি নিজের টেস্ট করাই এবং রিপোর্ট পজিটিভ আসে। আমি নিজেকে আইসোলেট করে ফেলেছি।
আমি সকলকে অনুরোধ করব যাঁরা আমার সংস্পর্শে এসেছেন একটু সতর্ক থাকুন এবং কোভিড বিধি মেন চলুন। সাবধানে থাকুন।’ কর্নাটক থেকে আসা দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী যাঁর করোনা ভাইরাস ধরা পড়ল। এর আগে সুরেশ অঙ্গাদিরও কোভিড পজিটিভ ধরা পড়ে।
সিবিআই তদন্তে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক, সুপ্রিম কোর্টের নির্দেশ চাপে মোদী সরকার