কংগ্রেসের মুখ্যমন্ত্রীরাই তো রাহুল গান্ধীর কথা শোনে না! কংগ্রেস সাংসদকে পালটা ঝাঁঝালো বাণ রবিশঙ্করের
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতকে আক্রমণ শানিয়ে একের পর এক অভিযোগ এনেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লকডাউন ফেল করেছে বলেও তিনি দাবি করেছিলেন। তিনি বলেন, মোদী হেরে গিয়েছেন, ব্যর্থ হয়েছেন। এদিন রাহুলের সেসব আক্রমণের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

দফায় দফায় বাড়ছে লকডাউন
প্রথমে প্রধানমন্ত্রী ২১ দিনের করোনা যুদ্ধের কথা বলেছিলেন। তবে সে লড়াই বা লকডাউনের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দিন। মার্চের ২৫ তারিখ দেশব্যাপী লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে বন্ধ রয়েছে বিমান চলাচল। বন্ধ ছিল রেল পিরিষেবাও। ভিনরাজ্যে আটকে পড়েন বহু পরিযায়ী শ্রমিকও।

প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের লড়াইয়ে হেরে গিয়েছেন
মঙ্গলবার ভিডিও কনফারেন্স সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ আনেন যে প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের লড়াইয়ে হেরে গিয়েছেন। রাহুলের মতে প্রধানমন্ত্রীর আনা এই লকডাউন ফেল। প্রধানমন্ত্রীর সমালোচনা করে কংগ্রেস নেতা বললেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টফুটে খেলুন৷ পিছিয়ে যাবেন না৷।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুলের অভিযোগ
রাহুল বলেন, 'দু মাস আগে প্রধানমন্ত্রী বললেন, আমরা ২১ দিনের একটি লড়াই লড়ব করোনা ভাইরাসের বিরুদ্ধে৷ উনি ভেবেছিলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ২১ দিনেই জিতে যাবেন৷ লকডাউনের উদ্দেশ্য পূরণ হয়নি৷ করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে৷ এ বার কেন্দ্রের পরবর্তী স্ট্র্যাটেজি কী? আমাদের দরকার টাকার জোগান বাড়ানো৷ এটা না-হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে৷ করোনা ভাইরাসের সমস্যাকেও ছাপিয়ে গিয়েছে দেশের বেকারত্বের হার৷'

রাহুলকে পাল্টা তোপ রবিশঙ্করের
রাহুলের এই সব কটাক্ষের জবাবেই এদিন মুখ খোলেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, 'লকডাউনের মেয়াদ বাড়ানো প্রথম রাজ্য ছিল পাঞ্জাব। এরপর মহারাষ্ট্র লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।'

রাহুলকে ছোড়া রবিশঙ্করের প্রশ্নবাণ
এরপর রাহুলকে তোপ দেগে মন্ত্রী রবিশঙ্কর বলেন, 'রাহুল গান্ধী বলছেন লকডাউনে লাভ হব না। তাহলে এই বিষয়টা তো তিনি তাঁর দলের বা জোটের মুখ্যমন্ত্রীদের বোঝাতে পারেন। দেখা যাচ্ছে তার দলের নেতারাই সবার আগে লকডাউন বাড়াচ্ছে। নাকি ওনার কথা কেউ শোনে না। বা ওনার কথার কেউ দাম দেয় না?'

ভারতীয় ভূঘণ্ডে ঢুকে এল চিন-এর সেনা! লাদাখের একাধিক জায়গায় সংঘর্ষ