For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনা বিজেপির টানাপোড়েন! সমস্যার সমাধানে উপায় বাতলে দিলেন আটওয়ালে

মহারাষ্ট্রে যখন ৫০-৫০ ফর্মুলা নিয়ে সরকার গঠনে বিজেপি ও শিবসেনার টানাপোড়েন চলছে, ঠিক সেই সময় সমস্যার সমাধামের নামলেন, মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে যখন ৫০-৫০ ফর্মুলা নিয়ে সরকার গঠনে বিজেপি ও শিবসেনার টানাপোড়েন চলছে, ঠিক সেই সময় সমস্যার সমাধানে বিজেপির পক্ষে নামলেন, মহারাষ্ট্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে। রবিবার তিনি বলেছেন, শিবসেনার উচিত আদিত্য ঠাকরের জন্য উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করা। তিনি আরও বলেন, বিজেপি কখনই আড়াই বছর পর মুখ্যমন্ত্রী পরিবর্তনে রাজি হবে না।

মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনা বিজেপির টানাপোড়েন! সমস্যার সমাধানে উপায় বাতলে দিলেন আটওয়ালে

শুক্রবার আদিত্য ঠাকরের নির্বাচনী এলাকা ওরলিতে একটি পোস্টার ঘিরে জল্পনা শুরু হয়। সেই পোস্টারে শিবসেনা নেতা তথা শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি আদিত্য ঠাকরেকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বলে হয়েছিল। ঠাকরেদের বাসভবন মাতুশ্রীর বাইরে সেই পোস্টার ছিল। সেই পোস্টারে লেখা ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শুধুমাত্র আদিত্য ঠাকরে।

নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকার পরেই ওই পোস্টার দেখতে পাওয়া যায়। শনিবার শিবসেনা বিজেপির কাছে ৫০-৫০ ফর্মুলার লিখিত প্রতিশ্রুতি দাবি করে। যার মধ্যে রয়েছে, দুই শরিকের আড়াই বছর করে মুখ্যমন্ত্রীত্ব।

থানের শিবসেনা বিধায়ক প্রতাপ সারনায়েক বলেন, নির্বাচনের আগে অমিত শাহ ৫০-৫০ ফর্মুলায় রাজি হয়েছিলেন। এবার বিজেপির থেকে লিখিত প্রতিশ্রুতি আসা উচিত। মন্তব্য করেন তিনি।

এরই মধ্যে শিবসেনার তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মহারাষ্ট্রে ক্ষমতার রিমোট কন্ট্রোল তাদেরই হাতে। সাংসদ সঞ্জয় রাউত এই মন্তব্য করেন। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কোনও ভাবেই মুখ্যমন্ত্রীত্ব ভাগের পক্ষপাতি নন। এদিন অবশ্য মহারাষ্ট্রে বিজেপির শক্তি একটু বেড়েছে। টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়াই করে জিতে যাওয়া গীতা জৈন বিজেপির প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন।

English summary
Union Minister Ramdas Athawale says, Shiv Sena should accept the Dy CM's position
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X