For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামমন্দিরের পর লক্ষ্য ইউনিফর্ম সিভিল কোড?, রাজনাথের মন্তব্যে জল্পনা

শনিবার অযোধ্যা বিবাদ মামলার রায় ঘোষণার পর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষা মন্ত্রী সাফ বলেন, "এবার সময় এসেছে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার।"

Google Oneindia Bengali News

মোদী ২.০ ক্ষমতায় আসতেই যেন ছক্কার পর ছক্কা। মোদীর নেতৃত্বে দ্বিতীয় এনডিএ ইনিংসে তিন তালাকের বিরুদ্ধে আইন থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণ এর মত বিল পাস হয়েছে সংসদে। আর শনিবার সুপ্রিমকোর্টের রায় সামনে আসতেই পরিষ্কার হয়ে যায় যে গেরুয়া অ্যাজেন্ডায় থাকা রাম মন্দির তৈরিতেও আর কোনও বাধা নেই। সেই রাম মন্দিরের প্রথম ইট গাঁথার আগেই যেন পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলল বিজেপি, ইউনিফর্ম সিভিল কোড লাগু করা।

রামমন্দিরের পর লক্ষ্য ইউনিফর্ম সিভিল কোড?, রাজনাথের মন্তব্যে জল্পনা

শনিবার অযোধ্যা বিবাদ মামলার রায় ঘোষণার পর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষা মন্ত্রী সাফ বলেন, "এবার সময় এসেছে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার।" এই আইন লাগ করার অর্থ, সব ধর্মের জন্য একই আইন চালু করার। কোনো বিশেষ বর্গের জন্য দেশে যাতে আলাদা না পার্সোনাল আইন না থাকে সেই কারণেই ইউনিফর্ম সিভিল কোড এর প্রয়োজন।

দেশে ব্যাক্তিগত অনেক ক্ষেত্রে হিন্দুদের জন্য আলাদা পার্সোনাল আইন এবং মুসলিমদের আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড হলে সকলের জন্য একই আইন আসবে। আর এখন রাজনাথ সিং সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন। এর আগে মোদী সরকারের মন্ত্রী নীতিন গড়কড়ি সমান নাগরিক সংহিতা বা ইউনিফর্ম সিভিল কোড লাগু করার প্রয়োজন সম্পর্কে কথা বলেছিলেন। এমন কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেছিলেন, আমরা দেশে ইউনিফর্ম সিভিল কোড লাগু করব।

এদিকে অযোধ্যা মামলায় সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজনাথ সিং শনিবার বলেন, "এটি একটি যুগান্তকারী রায়। আমি জনসাধারণকে শান্তি বজায় রাখার আবেদন করছি।"

English summary
union minister rajnath singh said that time has come to imply union civil code
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X