For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুসলিমদের স্বর্গ ভারত', কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি আরও যা বললেন

'মুসলিমদের স্বর্গ ভারত', কেন্দ্রীয় মন্ত্রী মুক্কার আব্বাস নকভি আরও যা বললেন

  • |
Google Oneindia Bengali News

'অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপরেশন' ভারতে অবস্থিত মুসলিমদের নিয়ে প্রশ্ন তুলেছিল। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে সংগঠন। আর তার একদিন পরেই দেশের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বিষয়টি নিয়ে মুখ খোলেন।

'ভারত মুসলিমদের স্বর্গ'

'ভারত মুসলিমদের স্বর্গ'

মুক্তার আব্বাস নাকভি বলেন, 'ভারত সংখ্যালঘু ও মুসলিমদের জন্য স্বর্গ। এখানে ওঁদের সামাজিক, ধর্মীয় , অর্থনৈতিক অধিকার এখানে নিরাপদ। ' কার্যত এই ভাষাতেই ইসলামিককোঅপরেশনকে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 ওআইসিকে জবাব

ওআইসিকে জবাব

এদিন কেন্দ্রীয় মন্ত্রী ওআইসিকে জবাব দিতে গিয়ে সাফ জানান, কেউ যদি মনে করে ভারতে মুসলিমদের নিরাপত্তা রক্ষা হচ্ছে না, তাহলে তাঁর ভারতের পরিস্থিতি 'গ্রাউন্ড লেভেল' এ দেখা উচিত। তিনি বলেন, 'এটা যদি কেউ দেখতে না পান, তাহলে সেটা তাঁর নিজের সমস্যা।'

 ভারতের মুসলিমদের নিয়ে নকভির বার্তা

ভারতের মুসলিমদের নিয়ে নকভির বার্তা

এদিন মুক্তার আব্বাস নকভি বলেন, 'ভারতের মুসলিমরা সমৃদ্ধির মধ্যে রয়েছেন। কেউ যদি এটিকে নষ্ট করার চেষ্টা করেন , তাহলে তিনি মুসলিম নন।' দেশে নিজামুদ্দিন ও পলঘরের ঘটনার পর এমনই বার্তা দিয়ে বর্তমানে ভারতের পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছেন মুক্তার আব্বাস নকভি।

করোনা সংকটেই বিশ্বব্যাপী আরও বড় বিপদের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের গলায় করোনা সংকটেই বিশ্বব্যাপী আরও বড় বিপদের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের গলায়

English summary
Union minister Mukhtar Abbas Naqvi says, India heaven for Muslims .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X