For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিএসএনএল, এমটিএনএল-এর পর 'স্বস্তি' রেলেও! নতুন বার্তা দিলেন পীযূষ গোয়েল

মোদী সরকার ভারতীয় রেলের বেসরকারিকরণের পথে হাঁটবে না। এদিন স্পষ্ট জানিয়েদিলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। একইসঙ্গে তিনি বলেন, রেলে বড়মাত্রায় বিনিয়োগের পক্ষপাতী তিনি।

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকার ভারতীয় রেলের বেসরকারিকরণের পথে হাঁটবে না। এদিন স্পষ্ট জানিয়েদিলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। একইসঙ্গে তিনি বলেন, রেলে বড়মাত্রায় বিনিয়োগের পক্ষপাতী তিনি। রেল ভারত সরকারের অঙ্গ হিসেবেই অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী। তিনি বলেছেন, রেল ভারতের মানুষের সেবা করে।

 'রেলে বেসরকারিকরণ নয়'

'রেলে বেসরকারিকরণ নয়'

রেলে বেসরকারিকরণ নিয়ে জল্পনার অবসান ঘটালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এদিন তিনি স্পষ্ট করে দেন মোদী সরকার রেলের বেসরকারিকরণের পথে হাঁটবে না। পাশাপাশি তিনি বলেন, বড়মাত্রা বেলে বিনিয়োগের পক্ষপাতী তিনি।

চলতি আর্থিক বছরে প্রাণহানি হয়নি

চলতি আর্থিক বছরে প্রাণহানি হয়নি

এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন, চলতি আর্থিক বছরের ১ এপ্রিল থেকে এদিন পর্যন্ত ভারতীয় রেলে প্রাণহানি ঘটেনি।

ভবিষ্যতে চলতি ট্রেনে ওয়াইফাই

ভবিষ্যতে চলতি ট্রেনে ওয়াইফাই

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার আগামী চার থেকে সাড়ে চার বছরের মধ্যে ট্রেনের মধ্যে ওয়াই ফাই পরিষেবা দেওয়ার ব্যাপারে পরিকল্পনা তৈরি করছে। তিনি বলেন, এই বিষয়টি একটু জটিল। কেনান চলতি গাড়িতে ওয়াইফাই পরিষেবা দিতে গেলে বিনিয়োগ প্রয়োজন। এর জন্য বিদেশি প্রযুক্তি এবং বিনিয়োগ প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

বাড়বে ওয়াইফাই যুক্ত স্টেশনের সংখ্যা

বাড়বে ওয়াইফাই যুক্ত স্টেশনের সংখ্যা

গোয়েল এদিন বলেন, সারা ভারতে ৫১৫০ টি স্টেশনে ওয়াইফাই পরিষেবা রয়েছে। পরবর্তী বছরের শেষের আগে ৬৫০০ স্টেশনে এই পরিষেবা দেওয়ার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিরাপত্তা ও সিগন্যালিং-এ সাহায্য করবে ওয়াইফাই

নিরাপত্তা ও সিগন্যালিং-এ সাহায্য করবে ওয়াইফাই

রেলমন্ত্রী বলেন, ওয়াইফাই পরিষেবা নিরাপত্তাতেও সাহায্য করবে। সেক্ষেত্রে ট্রেনের প্রত্যেক কামরায় সিসিটিভি রাখা যাবে। যার লাইভ ফিড পৌঁছে যাবে থানায়। আর ওয়াইফাই সুবিধার দৌলতে সিগন্যালিং সিস্টেমও ভালভাবে কাজ করবে।

English summary
Union Minister for Railways Piyush Goyal rules out privatisation of Indian Railways. He told, he believes in large investment in it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X