For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে স্বাগত নয় পাকিস্তানের শিল্পীরা! বাবুলের মন্তব্যে বিতর্ক, দেখুন ভিডিও

ভারতে পাকিস্তানি শিল্পীদের গান গাওয়া নিয়ে ফের বিতর্ক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের কথায়। তিনি বলেন, বলিউডি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভাল।

  • |
Google Oneindia Bengali News

ভারতে পাকিস্তানি শিল্পীদের গান গাওয়া নিয়ে ফের বিতর্ক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের কথায়। তিনি বলেন, বলিউডি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভাল। এর আগে পাকিস্তানের গায়ক গুলাম আলির অনুষ্ঠানে আপত্তি করেছিল শিবসেনা। এবার সেই পথেই বাবুল হাঁটলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ভারতে স্বাগত নয় পাকিস্তানের শিল্পীরা! বাবুলের মন্তব্যে বিতর্ক, দেখুন ভিডিও

সম্প্রতি সোনাক্ষি সিনহার ওয়েলকাম টু নিউইয়র্ক ছবিতে পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলি খানের গান নিয়ে ক্ষোভ তৈরি হয়। ফতে আলি খানের ইস্তেহার গানটি সরিয়ে দেওয়া কিংবা ভারতীয় কোনও শিল্পীকে দিয়ে গানটি গাওয়ানোর দাবি ওঠে।

বাবুল সুপ্রিয়ের মতে, অরিজিৎ সিং আরও অনেক ভাল করে গানটি গাইতে পারতেন। বাবুলের দাবি, পাক শিল্পীর গাওয়া গানটি মুম্বইয়ের কোনও শিল্পীকে দিয়ে গাওয়াতে হবে।

'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে 'দিল দিয়া গালান' গানটি কেন পাক শিল্পী আতিফ আসলামকে দিয়ে গাওয়ানো হয়েছে, প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

ভারত-পাকিস্তান সম্পর্কে যখন এই অবস্থা তখন কেন সীমান্তের ওপার থেকে প্রতিভার খোঁজ করা হচ্ছে। প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পাকিস্তানি শিল্পীদের গান আর পাকিস্তানি হামলায় জওয়ানদের শহিদ হওয়ার খবর একসঙ্গে একেবারেই ঘটা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাবুল সুপ্রিয়। তাঁর ব্যাখ্যা, বলিউড ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের একটা দায়িত্ব আছে। একইসঙ্গে বাবুল একথাও বলেছেন, শিল্পী রাহাত বা আতিফকে নিয়ে তাদের কোনও সমস্যা নেই। সমস্যা তাঁদের পাক পরিচয় নিয়ে।

এর আগে পাকিস্তানের গায়ক গুলাম আলির অনুষ্ঠানে আপত্তি করেছিল শিবসেনা। এবার সেই পথেই বাবুল হাঁটলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাবুল নিজে গায়ক হয়ে আর একজন গায়কের ক্ষেত্রে কেন এমন প্রশ্ন তুললেন তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন বিরোধী নেতারা।

English summary
Union Minister Babul Supriya sparked a fresh controversy by making comments on Pakistani artists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X