For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ক্ষমতায় এনডিএই ! কেন্দ্রীয় মন্ত্রীর এমন ভবিষ্যদ্বাণীও 'চিন্তা'য় রাখবে বিজেপিকে

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে দাবি করেছেন, ২০১৯-এর নির্বাচনে ফের ক্ষমতায় আসবে এনডিএ। যদিও এই নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৩০-৪০ টি কমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে দাবি করেছেন, ২০১৯-এর নির্বাচনে ফের ক্ষমতায় আসবে এনডিএ। যদিও এই নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৩০-৪০ টি কমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

এনডিএ ক্ষমতায় ফিরবে! কেন্দ্রীয় মন্ত্রীর ভবিষ্যদ্বাণীও চিন্তায় রাখবে বিজেপিকে

সংরক্ষণ ইস্যুতে পাতিদার নেতা হার্দিক প্যাটেলের সঙ্গে বিজেপির সমঝোতায় তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে রাজি বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে। শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের দাবিতে, হার্দিক প্যাটেল অনির্দিষ্টকালের জন্য ভুখা হরতাল শুরু করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বিজেপিকে সতর্ক করে বলেছেন, যদি পাতিদারদের দাবি সঠিক সময়ে সমাধান করা না হয়, তাহলে বিজেপি দু থেকে তিনটি হারাবে গুজরাতে। হিসেব দিয়ে তিনি বলেছেন, যদি পাতিদাররা শাসকদলের বিরুদ্ধে আন্দোলন বজায় রাখায় বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫-২০ টি আসন হারিয়েছিল। এই পরিস্থিতি জারি থাকলে বিজেপি বিজেপি দু থেকে তিনটি আসন হারাতে পারে বলে মন্তব্য করেছেন রামদাস আটাওয়ালে।

কেন্দ্রের সামাজিক ন্যায় দফতরের মন্ত্রী বলেছেন, পরবর্তী নির্বাচনে এনডিএ ক্ষমতায় আসলেও, বিজেপি-র আসন সংখ্যা ৩০-৪০ কমে যাবে।

আটাওয়ালে বলেছেন, তিনি হার্দিক প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করে তাঁকে বোঝানোর চেষ্টা করবেন। শুধুমাত্র আলোচনা এই সমস্যার সমাধান করতে পারে। বিজেপি ও হার্দিকের মধ্যে মধ্যস্থতা করতেও তিনি রাজি বলে জানিয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। হার্দিক রাজি থাকলে, তাঁকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে বিষয়টি আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন আটাওয়ালে।

আটাওয়ালে বলেন, তিনি একবার হার্দিককে বলেছিলেন, যদি বিজেপির দিকে তিনি থাকেন, তাহলে ভাল ফল পাবেন। কংগ্রেসের সঙ্গে গেলে তিনি যে কিছুই পাবেন না, তা বলেও সতর্ক করেছিলেন হার্দিককে। জানিয়েছেন আটাওয়ালে।

গুজরাতে পাতিদার, মহারাষ্ট্রে মারাঠা এবং হরিয়ানায় জাঠেদের সংরক্ষণের আওতায় আনার দাবি করেছেন আটাওয়ালে।

অযোধ্যায় রামজন্মভূমি বাবরি মসজিদ বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ওই জায়গায় আগে বৌদ্ধদের মন্দির ছিল।

English summary
Union Minister Athawale Makes Worrying Prediction for BJP in 2019 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X