For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার

মাত্র কয়েক মাসের মধ্যেই ঘটে গেল চরমতম ঘটনা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম কর্মঠ মন্ত্রী তথা ছয়বারের সাংসদ অনন্ত কুমার ৫৯ বছর বয়সে প্রয়াত হলেন।

  • |
Google Oneindia Bengali News

মাত্র কয়েক মাসের মধ্যেই ঘটে গেল চরমতম ঘটনা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম কর্মঠ মন্ত্রী তথা ছয়বারের সাংসদ অনন্ত কুমার ৫৯ বছর বয়সে প্রয়াত হলেন। আচমকা ক্যানসার ধরা পড়েছিল। মাত্র কয়েকমাসের মধ্যে সেটাই জীবন প্রদীপ নিভিয়ে দিল বেঙ্গালুরুর এই সাংসদের।

ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার

কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় ক্যানসার ধরা পড়ে অনন্ত কুমারের। বেঙ্গালুরুর শঙ্কর ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এদিন সোমবার ভোরে তিনি প্রয়াত হয়েছেন।

শেষ কয়েকদিন অনন্ত কুমারকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। সংক্রমণ হয়ে গিয়েছিল তাঁর। ছয়বারের সাংসদের মরদেহ লালবাগ রোডে রাখা হবে। তারপরে নিয়ে যাওয়া হবে লালবাগ গ্রাউন্ডে।

কয়েকমাস আগে ক্যানসার ধরা পড়ার পরই চিকিৎসার জন্য লন্ডন ও নিউ ইয়র্কে নিয়ে যেতে হয়েছিল অনন্ত কুমারকে। স্ত্রী তেজস্বিনী জানিয়েছেন, সেরা চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে বেশ কয়েকটি সংক্রমণ হওয়ায় সমস্যা হয়েছে।

অনন্ত কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বহু নেতা-মন্ত্রীরা।

English summary
Union minister Ananth Kumar passes away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X