For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কান্নানথনম স্লিপ চ্যালেঞ্জ! ত্রাণ শিবিরে মন্ত্রীর ঘুমে ব্যঙ্গ-বিদ্রুপের ঝড়

কেরালার বন্যাগ্রস্ত মানুষদের প্রতি একাত্মতা প্রকাশ করতে, কেন্দ্রীয় মন্ত্রী অ্যালফোনস কান্নানথনম একটি ত্রাণ শিবিরে তাঁর ঘুমের একটি ছবি টুইট করেছিলেন। কিন্তু টুইটারে তাকে ব্যাপক ট্রোলিং-এর শিকার হতে হয

  • |
Google Oneindia Bengali News

কেরলের বন্যা দুর্গতদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে গিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আলফোনস কান্নানথনম। কেরলের এক রিফিউজি ক্যাম্পে মাটিতে চাদর বিছিয়ে ঘুমিয়ে, সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ফল হল উল্টো, চরম ট্রোলিং-এর শিকার হতে হল তাঁকে।

কান্নানথনম স্লিপ চ্যালেঞ্জ! ত্রাণ শিবিরে মন্ত্রীর ঘুমে ব্যঙ্গ-বিদ্রুপের ঝড়

ছবিটিতে নীল টিশার্ট-জিনস পরা মন্ত্রীকে মাটিতে চাদর বিছিয়ে ঘুমোতে দেখা গিয়েছে। কান্নানথনম ভবনটি চানগানচেরির এক হাইস্কুলের। ওই ছব পোস্ট করে লেখেন, 'গত রাতে আমি চানগানচেরির এক রিলিফ ক্যাম্পে ঘুমিয়েছি। অধিকাংশ মানুষের অবশ্য কাল কি হবে ভেবে চোখে ঘুম ছিল না।' তিনি আবার ওই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, সহ বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল ট্যাগও করেন।

[আরও পড়ুন:প্যারিসে হামলার দায় স্বীকার আইএসআইএসের, মানতে নারাজ ফরাসি প্রশাসন][আরও পড়ুন:প্যারিসে হামলার দায় স্বীকার আইএসআইএসের, মানতে নারাজ ফরাসি প্রশাসন]

কিন্তু তাঁর সেই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল হাসাহাসি, ব্যাঙ্গ-বিদ্রুপ ও সমালোচনার ঝড় শুরু হয়েছে। কেউ জিজ্ঞেস করেছেন, ঘুমোতে ঘুমোতে কিকরে জানলেন বাকিরা ঘুমোচ্ছে না? কেউ বলেন উনি নাক ডাকছিলেন বলেই বোধহয় কেউ ঘুমোতে পারেননি।

[আরও পড়ুন:অস্থি নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ বাজপেয়ীর ভাইঝির][আরও পড়ুন:অস্থি নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ বাজপেয়ীর ভাইঝির]

কেউ কেউ আবার বলেছেন রাত ২টোর সময়ে মোবাইলে মেসেজ করার সময়ে মা হঠাত ঘরে ঢুকে পড়লে আমিও এরকম ভাবে ঘুমিয়ে পড়ি। কেউ কেউ সরাসরি তাঁর এই আচরণকে পলিটিকাল গিমিক বলে সমালোচনা করেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো #কান্নানথনমস্লিপচ্যালেঞ্জ নামে একটি ট্যাগ অবধি তৈরি হয়ে গিয়েছে।

[আরও পড়ুন:মাসের শেষে বেতন মাত্র ৬ টাকা! আত্মহত্যার চেষ্টা যোগীর রাজ্যের শ্রমিকের][আরও পড়ুন:মাসের শেষে বেতন মাত্র ৬ টাকা! আত্মহত্যার চেষ্টা যোগীর রাজ্যের শ্রমিকের]

English summary
To express solidarity with the flood affected people of Kerala, Union Minister Alphons Kannanthanam tweeted a picture of him sleeping at a relief camp. But he got trolled.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X