For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের আন্দোলনের সঙ্গে কুকুরের ডাকের তুলনা, নতুন করে বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র

কৃষকদের আন্দোলনের সঙ্গে কুকুরের ডাকের তুলনা, নতুন করে বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র

Google Oneindia Bengali News

কৃষক নেতা রাকেশ টিকায়েতকে 'দো কৌডি কা আদামি' (অর্থাৎ যাঁর যোগ্যতা দুই টাকার বেশি নয়) বলে উল্লেখ করে নতুন করে বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধেই লখিমপুরে চার কৃষক সহ আট জনকে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলার অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে অজয় মিশ্র বিক্ষোভরত কৃষকদের সঙ্গে রাস্তার কুকুরের তুলনা করেছ। মন্তব্যের জেরে তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছেন। যদিও তিনি দাবি করেছেন, এই ধরনের মন্তব্য করেননি।

দো কৌডি কা আদমি রাকেশ টিকায়েত

দো কৌডি কা আদমি রাকেশ টিকায়েত

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র তাঁর সমর্থদের উদ্দেশে বলেন, 'ধরুণ একটি গাড়িতে করে আমি লখনউ যাচ্ছি। খুব দ্রুত গতিতে যাচ্ছি। যদি সেই সময় রাস্তার কোনও কুকুর যদি ঘেউ ঘেউ করে, গাড়ি তাড়া করে, তাদের আমি কিছু বলব না। কারণ এটা তাদের স্বভাব। কিন্তু কেউ যদি গাড়ির সামনে চলে আসে, সেক্ষেত্রে উত্তর তো দিতেই হবে।' এরপর তিনি বলেন, 'আমি রাকেশ টিকায়েতকে খুব ভালো করে চিনি। একজন দো কৌডি কা আদমি। যার যোগ্যতা দুই টাকার বেশি নয়। তিনি দুইবার নির্বাচনে হেরেছেন। তাঁর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। এই ধরনের মানুষ যদি কোনও বিরোধিতা করে, তার মূল্য আমার কাছে নেই। এই ধরনের লোকেদের উত্তর দেওয়ার কোনও ইচ্ছা আমার নেই।' পাশাপাশি তিনি সাংবাদিকদের মূর্খ বলেও উল্লেখ করেছেন। তিনি বলেন, 'বেশ কিছু মূর্খ সাংবাদিক রয়েছে, যাঁদের সঙ্গে সাংবাদিকতার কোনও সম্পর্ক নেই। তাঁরা ভিত্তিহীন তথ্য প্রকাশ করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে।'

 লখিমপুরে হিংসার বিচারের দাবিতে ধরনা

লখিমপুরে হিংসার বিচারের দাবিতে ধরনা

গত সপ্তাহে সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্বে লখিমপুর খেরির হিংসার ঘটনার বিচারের দাবিতে ৭২ ঘণ্টার বিক্ষোভ দেখান কৃষকরা। তাঁরা ধরনা দেন। এই ধরনায় বিভিন্ন রাজ্যের কৃষকরা উপস্থিত হয়েছিলেন। কেন্দ্রের বর্তমানে প্রত্যাহার করা তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলনের সময়ে অনেক কৃষকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। লখিমপুর খেরির বিচারের দাবির পাশিপাশি কৃষকরা ওই মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান। ধরনা মঞ্চ থেকে কৃষকরা বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের সময় যে সমস্ত কৃষকরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

লখিপুর খেরিতে কী হয়েছিল

লখিপুর খেরিতে কী হয়েছিল

গত বছর ৩ অক্টোবর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের লখিমপুর খেরির সফরের বিরোধিতা করে কৃষকরা বিক্ষোভ দেখান। সেখানে একটি হিংসার ঘটনার চার কৃষক সহ আট জন নিহত হয়েছিলেন। কৃষকদের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। কৃষকরা অভিযোগ করেন, আশিস মিশ্র বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেন। ঘটনাস্থলের চার জনের মৃত্য়ু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা গিয়েছে।

সুকন্যার নামে আরও জমির খোঁজ! গরু পাচারে সিবিআই র‍্যাডারে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব সুকন্যার নামে আরও জমির খোঁজ! গরু পাচারে সিবিআই র‍্যাডারে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব

English summary
Union Minister Ajay Mishra said Farmer leader Rakesh Tikait do kaudi ka admi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X