For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাবলিঘি জামায়েতে করোনা সংক্রমণ, কালো তালিকাভুক্ত করা হল ৯৬০ জন বিদেশিকে

তাবলিঘি জামায়েতে করোনা সংক্রমণ, কালো তালিকাভুক্ত করা হল ৯৬০ জন বিদেশিকে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আঁতুরঘর এখন হয়ে উঠেছে নিজমউদ্দিনের তাবলিঘি জামাতের জমায়েত। সেখান থেকে করোনা সংক্রমণ এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। ভারতে প্রায় ৩০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তারপরেই চরম সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই জমায়েতে যোগ দেওয়ায় ৯৬০ জন বিদেশিকে কালো তালিকা ভুক্ত করা হয়েছে। তাঁদের ভিসাও বাতিল করা হয়েছে।

করোনার হটস্পট এখন নিজামউদ্দিন

করোনার হটস্পট এখন নিজামউদ্দিন

প্যান্ডুরাবক্স খুলে গিয়েছে। নিজামউদ্দিনের সেই অকুস্থল থেকে বেরিয়ে পড়েছে করোনা ভাইরাসের থাবা। একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল থেকে একাধিক ব্যক্তি যোগ দিয়েছিলেন তাবলিঘি জামাতের এই জমায়েতে। সরকারের নির্দেশিকা অমান্য করেই চলেছে জমায়েত। তার সেখান থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ।

৯৬০ বিদেশি কালো তালিকাভুক্ত

৯৬০ বিদেশি কালো তালিকাভুক্ত

সরকারের নির্দেশ অমান্য করে তাবলিঘি জামাতের জমায়েতে যোগ দেওয়ায় ৯৬০ জন বিদেশিকে কালো তালিকা ভুক্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের ভিসাও বাতিল করা হয়েছে। তাবলিঘির জমায়েতে যোগদেওয়া বিদেশিদের থেকেই ছড়িয়েছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে এই জমায়েতে যোগদানকারী ১০ জনের মৃত্যু হয়েেছ করোনা সংক্রমণে। সংক্রামিত ৯০০ জন। সেই সংক্রমণ ৯০০০০ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কজের প্রধানের নামে এফআইআর

মার্কজের প্রধানের নামে এফআইআর

এই জমায়েতে বিদেশিদের যোগদানের তথ্য গোপন করা এবং সরকারের নির্দেশ অমান্য করে জমায়েত করার অভিযোগে মার্কজের প্রধান মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও তিনদিন বেপাত্তা থাকার পর ভিডিও বার্তায় মৌলনা সাদ জানিয়েছেন তিনি এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। নিজামউদ্দিনের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নকভিও। তিনি একে তালিবানি ক্রাইম বলে আক্রমণ করেছেন।

English summary
Union home ministry black listed 960 foreigners for joining Tablighi due to coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X