For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রভাবিত ১১টি কর্পোরেশনকে 'আরও টেস্টে'-এর বার্তা কেন্দ্রের, তালিকায় এ রাজ্যও!

করোনা প্রভাবিত ১১টি কর্পোরেশনকে 'আরও টেস্টে'-এর বার্তা কেন্দ্রের, তালিকায় এ রাজ্যও!

  • |
Google Oneindia Bengali News

দেশের মোট সাতটি রাজ্যের ১১টি পুরনিগম এলাকাকে করোনা ভাইরাসে তুমুল প্রভাবিত বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত, দিল্লি, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের পাশাপাশি সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম রয়েছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কী করণীয়, তাও এই রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৫৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে প্রাণ হারিয়েছেন তিন হাজার আটশো জনেরও বেশি মানুষ।

লাগামছাড়া কোভিড-১৯

লাগামছাড়া কোভিড-১৯

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৬৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪০ জনের। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৪৪ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষের। তালিকার অষ্টম স্থানে থাকা পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এ রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩৩২। মৃ্তের সংখ্যা ২৬০ পেরিয়ে গিয়েছে বলে খবর।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সমীক্ষা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সমীক্ষা

সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানানো হয়েছে, দেশের সাতটি রাজ্যের (মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও পশ্চিমবঙ্গ) ১১টি পুরনিগম এলাকায় দেশের সর্বাধিক বা ৭০ শতাংশ কোভিড-১৯ কেসের সংখ্যা নথিভূক্ত হয়েছে। শহুরে ঘিঞ্জি কিংবা উচ্চ জনঘনত্বপূর্ণ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা হুড়মুড় করে বাড়ছে বলে আশঙ্কা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের বাসস্থানগুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্ক করা হয়েছে।

২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

সূত্রের খবর, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করোনায় সর্বাধিক প্রভাবিত দেশের ১১টি পুরনিগমের প্রধান স্বাস্থ্য অধিকর্তা এবং কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোভিড-১৯ প্রভাবিত এলাকাগুলি টেস্টের মাত্রা এবং হার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অবস্থার ওপর নজর রাখতে ১১টি পুরনিগমে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আম্ফানের ধ্বংসস্তূপের মধ্যেও ইদে নিজের দায়িত্ব-কর্তব্যে অটল শুভেন্দু! অধিকারীগড়ে কী ঘটল আম্ফানের ধ্বংসস্তূপের মধ্যেও ইদে নিজের দায়িত্ব-কর্তব্যে অটল শুভেন্দু! অধিকারীগড়ে কী ঘটল

English summary
Union Health Ministry asks 11 corporations to create 24/7 control room
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X