দেশে ০.৩৩ শতাংশ কোভিড-১৯ রোগী রয়েছেন ভেন্টিলেশনে, কম মৃত্যুর হার, জানিয়েছেন হর্ষবর্ধন
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে যত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ০.৩৩ শতাংশ রোগীকে ভেন্টিলেটর দিতে হয়েছে। ১.৫ শতাংশ রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। আর ২.৩৪ শতাংশ রোগীকে আইসিইউতে দিতে হয়েছে।
কোভিড-১৯ রোগী তাঁরাই চিকিৎসায় যাঁদের শরীরে রোগের উপস্থিতি পাওয়া গিয়েছে এবং যাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, কিংবা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দেশের অবস্থা
দেশে করোনা আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০৮ জনের। অন্যদিকে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৮৭ জন। জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। এই মুহুর্তে দেশে ২২,৯৮২ জন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

আক্রান্ত দ্বিগুণ হতে বেশি সময় লাগছে
ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আস্তে আস্তে করোনার রোদী দ্বিগুণ হওয়ার সময় বাড়ছে। গত তিনদিনে তা ১১.৩-এ গিয়ে দাঁড়িয়েছে।

ভারতে মৃত্যুর হার কম
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন করোনা ভাইরাসে ভারতে মৃত্যুর হার তিন শতাংশের মতো। কিন্তু সারা বিশ্বে সংখ্যাটা সাত শতাংশের মতো।