For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, কোভিড বিধি মেনে বাড়িতেই চলছে চিকিৎসা

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কবলে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি। ৬১ বছরের কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর তিনি সব ধরনের মেডিক্যাল পরামর্শ মেনে চলছেন।

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, কোভিড বিধি মেনে বাড়িতেই চলছে চিকিৎসা

নিজের স্বাস্থ্য সম্পর্কে বিশদে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, '‌আই এটা জানাতে চাই যে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে আজকে। আমার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ খাচ্ছি ও আমার চিকিৎসা চলছে। আমার সংস্পর্শে সম্প্রতি যাঁরা এসেছেন তাঁর দয়া করে টেস্ট করিয়ে নিন।’ মন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে শিক্ষা মন্ত্রকের সব কাজ সাধারনভাবে পরিচালিত হচ্ছে।‌ মন্ত্রী টুইটে বলেন, '‌প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে শিক্ষা মন্ত্রকের সব কাজ স্বাভাবিকভাবেই হচ্ছে।’‌

মঙ্গলবারই রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঘোষণা করেছিলেন যে ইউজিসি নেট ২০২০ সালের পরীক্ষা যেটি ডিসেম্বরের বদলে ২০২১ সালের মে মাসে হওয়ার কথা ছিল, তা মহামারির কারণে ফের আরও একবার পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। এছাড়াও ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা জেইই-এর প্রধান পরীক্ষাও স্থগিত রাখা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এপ্রিলের যে পরীক্ষা ছিল সেটি পিছিয়ে গেল। কোভিড পরিস্থিতি বেড়ে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগেও সিবিএসই ও সিআইএসসিই পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দশম ও একাদশের ফাইনাল পরীক্ষা স্থগিত রাখা হবে বলে সিদ্ধান্ত নেয় বোর্ড। ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের ঐচ্ছিক করা হয়েছে। তবে কবে হবে পরীক্ষা, সেই সিদ্ধান্ত হবে জুনের প্রথম সপ্তাহে। প্রসঙ্গত, দেশে মহামারির কারণে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে।

English summary
Union Education Minister Ramesh Pokhriyal Nishank has been infected with the coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X