For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব শিল্পের সমস্ত কর্মীর জন্যই ন্যূনতম বেতন, বিলে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

কর্মীদের বেতন সংক্রান্ত নতুন ওয়েজ কোড বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সব শিল্পের সমস্ত কর্মীর জন্যই ন্যূনতম বেতন নিশ্চিত করার কথা বলা হয়েছে এই বিলে

  • |
Google Oneindia Bengali News

কর্মীদের বেতন সংক্রান্ত নতুন ওয়েজ কোড বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সব শিল্পের সমস্ত কর্মীর জন্যই ন্যূনতম বেতন নিশ্চিত করার কথা বলা হয়েছে এই বিলে। এই বিলে শ্রমিক সংক্রান্ত চারটি আইন একই ছাতার তলায় আসতে চলেছে।

সব শিল্পের সব কর্মীর জন্যই ন্যূনতম বেতন, বিলে সায় কেন্দ্রের

সরকারি সূত্রের দাবি, প্রস্তাবিত এই বিল আইনে পরিণত হলে দেশ জুড়ে ৪ কোটি কর্মী উপকৃত হবেন ।

দ্য লেবার কোড অন ওয়েজেস বিল-এর আওতায় যে-চারটি আইন আনা হবে, সেগুলি হল:
• ন্যূনতম মজুরি আইন, ১৯৪৮
• বেতন আইন, ১৯৩৬
• বোনাস আইন, ১৯৬৫
• সমান মজুরি আইন, ১৯৭৬

প্রস্তাব অনুযায়ী, সব ক'টি আইন এক ছাতার তলায় এলে প্রতিটি শিল্পেই ন্যূনতম মজুরি দেওয়া বাধ্যতামূলক হবে। রাজ্যগুলিকেও এই নিয়ম মানতে হবে। চাইলে তারা কেন্দ্রের বেঁধে দেওয়া হারের তুলনায় বেশি বেতনও দিতে পারবে।

এত দিন যাঁরা মাসে ১৮ হাজার টাকা পর্যন্ত বেতন পেতেন, শুধু তাঁদেরই ন্যূনতম মজুরি আইনের আওতায় আনা হত। নতুন বিলের প্রস্তাব অনুসারে এ বার থেকে তার বেশি বেতন পেলেও মিলবে এই সুবিধা।

সব শিল্পের সব কর্মীর জন্যই ন্যূনতম বেতন, বিলে সায় কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলে অনুমোদন মিলেছে। চলতি বর্ষাকালীন অধিবেশনেই এই বিল আসতে চলেছে।

English summary
Union cabinet clears minimum wage code bill for all employees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X