For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গ্লোবাল ফ্রম লোকাল', এবার ভারতে তৈরি মিসাইল কিনবে মালয়শিয়া, ভিয়েতনামের মতো দেশ

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এবার ভারতে তৈরি আকাশ মিসাইলের রফতানির বিষয়ে সবুজ সংকেত দিল। মন্ত্রিসভায় এই বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার পরে এই বিষয়টি ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে একটি ফাস্ট-ট্র্যাক কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয় এদিন।

ভারতে তৈরি প্রথম মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্র আকাশ

ভারতে তৈরি প্রথম মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্র আকাশ

ভারতে তৈরি প্রথম মাঝারি রেঞ্জের ক্ষেপণাস্ত্র আকাশ৷ মাটি থেকে আকাশে উৎক্ষেপণ করা যায় এই ক্ষেপণাস্ত্রটি৷ বিভিন্ন দিকে বিভিন্ন লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে এটি৷ যে কোনও পরিবেশে ব্যবহার করা যায় আকাশ৷ শব্দের থেকে আড়াই গুণ বেশি বেগে লক্ষ্যবস্তুকে আক্রমণ করার ক্ষমতা রয়েছে৷ কম, মাঝারি ও উঁচু উচ্চতায় ওড়ার সময় লক্ষ্যবস্তু নির্বাচন করে ধ্বংস করতে পারে৷

এখনও পর্যন্ত তিন হাজারটি আকাশ তৈরি হয়েছে

এখনও পর্যন্ত তিন হাজারটি আকাশ তৈরি হয়েছে

এখনও পর্যন্ত তিন হাজারটি আকাশ তৈরি হয়েছে৷ ভারতীয় বায়ু সেনার কাছে রয়েছে আটটি স্কোয়াডরান৷ এই ক্ষেপণাস্ত্রগুলি বেলারুস, মালয়শিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরশাহি কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে বলে খবর। এবার আকাশের রফতানিতে আর কোনও বাধা রইল না।

হুইলড ট্রাকের মতো মোবাইল প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়

হুইলড ট্রাকের মতো মোবাইল প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়

এই ক্ষেপণাস্ত্রটি ব্যাটল ট্যাঙ্ক বা হুইলড ট্রাকের মতো মোবাইল প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়৷ আকাশ ক্ষেপণাস্ত্রের ডিজাইন ও ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয় ভারতের ৩০ বছরের পুরানো ইন্টিগ্রেটেড গাইডেড-মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে৷ এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত অন্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে রয়েছে নাগ, অগ্নি, ত্রিশূল ও পৃথ্বী৷

সুপারসনিক স্পিডে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে

সুপারসনিক স্পিডে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে

এটি বিভিন্ন দিক থেকে বহু লক্ষ্যবস্তুকে এক সঙ্গে আক্রমণ করতে পারে৷ আকাশে রামজেট প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে৷ যার ফলে সুপারসনিক স্পিডে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে৷ এই সিস্টেমের ফলে এটি যেকোনও ইলেক্ট্রনিক জ্যামিং সিস্টেমকেও ভেঙে ফেলতে পারে৷

<strong>লাদাখ সীমান্তে সর্বশক্তি নিয়ে তৈরি চিন! বেজিং-ইসলামাবাদকে পাল্টা হুঁশিয়ারি ভারতের</strong>লাদাখ সীমান্তে সর্বশক্তি নিয়ে তৈরি চিন! বেজিং-ইসলামাবাদকে পাল্টা হুঁশিয়ারি ভারতের

English summary
Union Cabinet cleared the proposal to export indigenously-developed Akash Missile System
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X